Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsHar Ghar Tiranga: বিজেপির তেরঙ্গা প্রীতি নিয়ে প্রশ্ন জওহর সরকারের

Har Ghar Tiranga: বিজেপির তেরঙ্গা প্রীতি নিয়ে প্রশ্ন জওহর সরকারের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপির তেরঙ্গা ঝান্ডা প্রীতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ জওহর সরকার। তাঁর বক্তব্য, যে আরএসএস দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, তার ভাবাদর্শে গড়ে ওঠা বিজেপির কেন আচমকা দেশপ্রেমী হয়ে উঠল, তা বোঝা যাচ্ছে না। যে আরএসএস অতীতে তেরঙ্গা ঝান্ডা সম্পর্কে আপত্তি করেছিল, তার উত্তরসূরী বিজেপি রাতারাতি তার ভক্ত হয়ে উঠল।

জওহর সরকার এক সময় প্রসার ভারতীর সিইও ছিলেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারী তাঁর একটি প্রবন্ধ প্রকাশিত হয় এক পোর্টালে। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। ওই পোর্টাল কর্তৃপক্ষ গত ৪ অগাস্ট জওহরবাবুর প্রবন্ধটি ফের প্রকাশ করে। তাতেই তিনি বিজেপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন।

২০১৬ সালে সু্প্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ এক রায়ে বলে, এবার থেকে দেশের সব সিনেমা হলে শো শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত প্রচার করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত চলাকালে দর্শকদের উঠে দাঁড়াতে হবে। পরে এই রায় নিয়ে বিচারপতিদের মধ্যে মতভেদও দেখা দেয়। জওহর সরকার সেই প্রসঙ্গও তুলে ধরেছেন। এর আগেও সিনেমা হলে জাতীয় সঙ্গীত প্রচার হত। কিন্তু ১৯৭১ সালের পর সেই নিয়ম উঠে যায়।

আরও পড়ুন:  Har Ghar Tiranga: বিজেপির তেরঙ্গা প্রীতি নিয়ে প্রশ্ন জওহর সরকারের

তৃণমূল সাংসদ লিখেছেন, ১৯৪৭ সালের অগাস্ট মাসে আরএসএসের মুখপত্র অর্গানাইজার ঘোষণা করে, ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা কখনওই হিন্দুরা মেনে নিতে পারে না। হিন্দুরা তার প্রতি যথাযথ সম্মানও জানাতে পারে না। কারণ এই তিন শব্দটিই অশুভ। এবং তিন রঙে শোভিত জাতীয় পতাকা একটি বাজে মানসিকতার জন্ম দেয়। তা দেশের পক্ষে খুব ক্ষতিকর। এই প্রসঙ্গেই তিনি প্রয়াত সরসঙ্ঘ চালক এম এস গোলওয়ালকরের লেখা বাঞ্চ অফ থটস বইয়ের কথাও উল্লেখ করেছেন। তাতে গোলওয়ালকর লিখেছিলেন, আমাদের নেতারা একটি নতুন পতাকা তৈরি করেছেন। কেন তাঁরা এটা করতে গেলেন। আমাদের দেশের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই হাজার হাজার বছরের ঐতিহ্যের কোনও প্রতীক কি ছিল না।

আরও পড়ুন:  ‘আজাদি কা অমৃত মহোৎসব’ জেলে কাটাবেন পার্থ, ১৪ দিনের হেফাজত অর্পিতারও

জওহরের মতে, আরএসএস বরাবর গেরুয়া ধ্বজার পক্ষে। তিনি বলেন, আজ কেন আচমকা আএসএস মতাদর্শে বিশ্বাসী বিজেপির দেশপ্রেম জেগে উঠল। উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উতসব পালন হচ্ছে দেশ জুড়ে। তার নাম দেওয়া হয়েছে অমৃত মহোতসব। সেই উপলক্ষ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি সরকার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ডেবরায় শ্লীলতাহানি, অভিযুক্ত বাহিনী, কী বললেন দেব?
03:31:37
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথে ভুলভাবে রাখা হয়েছে ইভিএম, প্রিসাইডিং অফিসারকে ধমক অরূপ চক্রবর্তীর
01:21:29
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বুথের নিরাপত্তার দায়িত্বে নশো উনিশ কোম্পানি বাহিনী
01:01:09
Video thumbnail
Lok Sabha Elections 2024 | বাংলায় ৮ কেন্দ্রে নির্বাচন, নিরাপত্তার ঘেরাটোপে প্রতিটি কেন্দ্র
01:08:56
Video thumbnail
Cyclone Remal | আর কত দূরে রেমাল? ঘূর্ণিঝড়ে তছনছ হবে কলকাতা?
08:44:22
Video thumbnail
Loksabha Election | সোনাচূড়ায় বিজেপির 'অবাধ ছাপ্পা', নন্দীগ্রামে শুভেন্দুর 'কীর্তি ফাঁস' দেবাংশুর
08:21:13
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
03:13:24
Video thumbnail
Lok Sabha Elections 2024 | অস্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঘিরে ধরে চোর চোর স্লোগান
11:00:53
Video thumbnail
Cyclone Remal | প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে রেমাল, কলকাতা থেকে ঠিক কত দূরে?
08:22:18
Video thumbnail
গড়বেতায় উড়ে এল ইট, ঝরল রক্ত কি হল বিজেপি প্রার্থীর ? দেখুন অসম্পাদিত ভিডিও
07:02:48