Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনChengiz | এবার বোঝা গেল কেন নিজের ছবি ছেড়ে দক্ষিণী ছবির প্রচার...

Chengiz | এবার বোঝা গেল কেন নিজের ছবি ছেড়ে দক্ষিণী ছবির প্রচার করেছিলেন জিৎ

Follow Us :

বর্তমানে সারা দেশ জুড়ে রমরমা চলছে অ্যাকশনধর্মী (Action Oriented) ছবি। ধামাকাদের দক্ষিণের ছবির কাছে তল পাচ্ছে না অন্যরা। এরই মাঝে ফের মাথা চারা দিয়ে উঠলো জিতের নতুন অ্যাকশন ছবি চেঙ্গিজ। দর্শকদের রুচি বুঝেই এগোচ্ছে ফ্লিম ইন্ডাস্ট্রি (Flim Indusdry)। পিছিয়ে নেই বাংলাও। শুধুমাত্র দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে মুক্তি পেতে চলেছে অ্যাকশন সুপারস্টার জিতের ‘চেঙ্গিজ’ (Chengiz)। এবারের ঈদে মুক্তি পাবে তাঁর সেই ছবি। 

জিৎ টলিউডের একমাত্র স্টার যিনি নিজেকে অ্যাকশন ধর্মী ছবির মধ্যে বেঁধে রেখেছেন। তাঁর ভক্তেরা যে তাঁকে অ্যাকশনে দেখতে বেশি পছন্দ করে তা তিনি জানেন। আর সেই ভাবনা থেকেই আসতে চলেছে ‘চেঙ্গিজ’। এর আগেও নিজের ছবি সেভাবে প্রচার না করার জন্য নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। জিৎ-এর দুটি নতুন ছবি আসার কথা রয়েছে। মাফিয়া জগতের অন্ধকার দুনিয়াকে বিষয় করে তৈরি হচ্ছে ‘চেঙ্গিজ’। এছাড়াও তাঁর প্রযোজনা সংস্থার ‘মানুষ’ বলেও একটি ছবি আসতে চলেছে।

আরও পড়ুন: Parineeti | Raghav | প্রেমের পরিনীতি রাজনীতি?

মনে করা হচ্ছে, জিতের এই নতুন ছবি ‘চেঙ্গিজ’ গেম চেঞ্জার হতে পারে টলিউডের জন্য। কারণ এই প্রথম কোনো বাংলা ছবি নিজের ভাষায় মুক্তি পাওয়ার পাশাপাশি আলাদা আলাদা ভাষাতে ডাবিং হয়ে সারা ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে। ‘আরআরআর’, ‘কেজিএফ’ এবং ‘পুষ্পা’র কিংবা ও অন্যান্য ব্লকবাস্টার দক্ষিণী ছবির ক্ষেত্রে ঠিক যেমনটা হয়েছিল। অতি পরিচিত একটি ডাবিং সংস্থার অধীনেই ডাব করা হয়েছে এই নতুন বাংলা সিনেমাটি। 

তবে গোটা বাংলা এই মুহূর্তে, তাকিয়ে রয়েছে ‘চেঙ্গিসের’ দিকে। কারণ, সেই ছবির উপর নির্ভর করছে বাংলা সিনেমার ভবিষৎ। চেঙ্গিস যদি ‘কেজিএফ’, ‘পুষ্পার’ মত ব্লকবাস্টার হয় তাহলে ভবিষ্যতে অনেকে বাংলা সিনেমার কাজে টাকা বিনিয়োগ করতে রাজি হবেন। এই ছবি ঘুরিয়ে দিতে পারে বাংলা সিনেমার মোড়। 

 

RELATED ARTICLES

Most Popular