skip to content
Thursday, June 27, 2024

skip to content
Homeজেলার খবরWB Couple in Bengaluru Jail | বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুর জেলে ৩০১ দিন...

WB Couple in Bengaluru Jail | বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুর জেলে ৩০১ দিন বর্ধমানের দম্পতির

Follow Us :

জামালপুর (পূর্ব বর্ধমান): দিনমজুরির কাজ করতে বেঙ্গালুরু গিয়ে ৩০১ দিন জেলের ঘানি টানতে হল পূর্ব বর্ধমানের এক দম্পতিকে। বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের গ্রেফতার করে পূর্বতন বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ। অবশেষে আদালত তাঁদের জামিন দেওয়ায় গ্রামের বাড়িতে ফিরছেন তাঁরা। প্রায় এক বছরের কাছাকাছি নিজ ভূমে পরবাসী হয়ে জেলের অন্ধকার গারদে পচে বাড়ি ফিরেও আরেক মর্মান্তিক শোকের মুখোমুখি পলাশ ও শুক্লা অধিকারী। দিন পনেরো আগে পলাশের বাবা পুত্রশোকে মারা গিয়েছেন।

পলাশ এবং শুক্লার জীবন সংগ্রাম শুরু হয় ২০২২ সালের জুলাই মাস থেকে। দু বছরের বাচ্চা নিয়ে বেঙ্গালুরুতে তাঁরা থাকতেন। সেই সময় আচমকা একদিন পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে। বিদেশি অনুপ্রবেশ আইনে তাঁদের জেল হেফাজত হয়। পলাশ ও শুক্লা কাকুতি-মিনতি করেও পুলিশকে বোঝাতে পারেননি যে, তাঁদের বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জোগ্রামের তেলিপুকুরে। ফলে তাঁদের ঠাঁই হয় জেলেই।

আরও পড়ুন: Dinhata Incident | দিনে-দুপুরে দিনহাটায় শুটআউটে মৃত্যু বিজেপি কর্মীর

পরে বেঙ্গালুরু পুলিশ তাঁদের কথামতো বর্ধমান পুলিশের সঙ্গে যোগাযোগ করে। জামালপুরের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গেও দেখা করে তদন্তকারী পুলিশের টিম। পলাশের এক আত্মীয় বেঙ্গালুরু গিয়ে আদালতে জামিনের আবেদন করেন। যদিও পুলিশ তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পলাশের আত্মীয় সুজয় হালদার বলেন, পলাশ ও শুক্লাকে গত ২৮ এপ্রিল জামিন দেয় আদালত। কিন্তু, তাদের জেল থেকে মুক্তি দেওয়া হয় ২৪ মে। জামিনের বন্ডের টাকা জমা না দিতে পারায় মুক্তি সম্ভব হয়নি। এছাড়াও জামিনের শর্ত ছিল একজন স্থানীয় গ্যারান্টারের জমির দলিল জমা রাখা।

সেসব সম্পন্ন করে সুজয় হালদার তাঁদের দুজনকে নিয়ে বৃহস্পতিবার সকালে দুরন্ত এক্সপ্রেসে রওনা দেন। আজ, শুক্রবার তাঁরা বাড়ি ফিরে আসেন। পলাশের বোন সাথী অধিকারী একটি বিউটি পার্লারে কাজ করেন। তিনি তাঁর জীবনের সবটুকু উপার্জন ঢেলে দিয়েছেন আইনি লড়াই লড়তে। তিনি বলেন, গত ২৪ মে রাত সাড়ে ৯টা নাগাদ আমি দাদা-বউদির সঙ্গে ভিডিয়ো কলে কথা বলি। জানতে পারি ওরা জেল থেকে ছাড়া পেয়েছি। আমার মা তো কথা বলতে গিয়ে কেঁদেই ফেলে। দুজনেই খুব রোগা হয়ে গিয়েছে, জানান সাথী।

যাই হোক গারদের বাধা কাটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরলেও এতদিন ধরে পুত্রশোক সহ্য করতে না পেরে বাবার মৃত্যু হয়েছে। দেরিতে হলেও ঘরের উঠোনে পা রেখেই এখন পিতৃদায় উদ্ধারে নেমে পড়তে হবে পলাশকে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Om Birla | Speaker | চেয়ারে বসেই কী বললেন স্পিকার? মুলতুবি হল সংসদ
00:00
Video thumbnail
Anant Maharaj | মমতার সঙ্গে দেখা, শাহর সঙ্গে বৈঠক, কী চাইছেন অনন্ত মহারাজ?
00:00
Video thumbnail
TMC Leader Arrested | জমি দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলেরই নেতা, মমতার ধমকেই সক্রিয় সিআইডি?
00:00
Video thumbnail
Aajke | কংগ্রেস তৃণমূল জোট ভাঙলে কাদের সবচেয়ে বেশি আনন্দ?
00:00
Video thumbnail
Fourth Pillar | সকাল বুঝিয়ে দিচ্ছে, দিন খুব খারাপ যাবে মোদি-শাহ সরকারের
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | স্পিকার ওম বিড়লা, তৃণমূল-কংগ্রেস-সিপিএম কীভাবে দেখছে?
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ১১) | Mahua Moitra | মোদির ভুলেই 'মহুয়া'
00:00
Video thumbnail
Abhishek Banerjee | 'পড়ে যাবে মোদির সরকার' হিসাব দিলেন অভিষেক
08:08:01
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বললেন? দেখুন ভিডিও
04:34:25
Video thumbnail
Dev | Parliament | সংসদে দেবের শপথ কী বললেন দেখে নিন ভিডিও
04:47:51