skip to content

skip to content
HomeScrollফের লোক হাসালেন জো রুট, জাঁকিয়ে বসছে ভারত
India vs England

ফের লোক হাসালেন জো রুট, জাঁকিয়ে বসছে ভারত

জনি বেয়ারস্টোও তাঁর জঘন্য ফর্ম চালিয়ে যাচ্ছেন

Follow Us :

রাজকোট: গতকাল ২ উইকেটে ২০৭ রানে শেষ করেছিল ইংল্যান্ড (England)। যে গতিতে রান করছিলেন বেন ডাকেটরা (Ben Duckett) মনে হচ্ছিল, ভারতের ৪৪৫ পেরিয়ে যেতে শনিবার বেশি সময় লাগবে না। কিন্তু লাঞ্চের আগেই তিন উইকেট চলে গেল, ছয়ের কাছাকাছি রান রেট নেমে গেল তিনের ঘরে। লাঞ্চের সময় ২৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। ক্রিজে অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) সঙ্গে বেন ফোকস (Ben Foakes)।

এই বিপর্যয়ের জন্য দায়ী ইংল্যান্ডের ব্যাটাররাই, বলা ভালো জো রুট (Joe Root)। টেস্ট ক্রিকেটে এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার, ১১ হাজারের উপর রান আছে তাঁর। কিন্তু বাজবলে তিনি বড়ই বেমানান। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এই ম্যাচ শুরুর আগে বলেছিলেন, রুটের উচিত বাজবল (Bazball) ভুলে যাওয়া। যেভাবে এতকাল এত রান করেছে সেভাবেই খেলা। সম্ভবত, এই উপদেশ শোনা উচিত ছিল।

আরও পড়ুন: অশ্বিনের পরিবর্ত ব্যাট-বল করতে পারবে? কী বলছে আইসিসির নিয়ম?

 

দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে অশ্বিনকে তুলে মারতে গিয়ে উইকেট বিসর্জন দিয়েছিলেন। শনিবার তাঁর আউট হওয়ার ধরন আরও খারাপ। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অফস্টাম্পের বাইরের গুড লেন্থ ডেলিভারি আচমকা রিভার্স স্কুপ করতে গেলেন, ঠিকমতো ব্যাটে-বলে হল না, স্লিপে ধরা পড়লেন রুট।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট (পর্ব-৩)

এমন নয় যে বুমরাকে খেলতেই পারছিলেন না, রান আসছিল না। কিছুক্ষণ আগেই কপি-বুক শটে চারও মেরেছিলেন। হঠাৎ মাথায় কী ঢুকল তা তিনিই জানেন। সমালোচনায় বিদ্ধ হতে থাকা রুট আবারও লোক হাসালেন। জনি বেয়ারস্টোও (Jonny Bairstow) তাঁর জঘন্য ফর্ম চালিয়ে যাচ্ছেন। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ওভারের প্রথম বলে সামনের পায়ে খেলেছিলেন। চতুর্থ বলটা একই লেন্থে পড়েছিল, বেয়ারস্টো পিছনের পায়ে খেলতে গিয়ে পায়ে লাগালেন। পরিষ্কার এলবিডব্লু, যাকে বলে ‘প্লাম’। আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তুলতে দেরি করলেন কেন বোঝা গেল না, আরও দুর্বোধ্য ঠেকল বেয়ারস্টোও রিভিউয়ের সিদ্ধান্ত। ১৫১ বলে ১৫৩ করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ডাকেটও।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular