Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ

জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ

বিধায়কের লোকেরা গ্রামের মানুষের ১০০ দিনের টাকা আত্মসাৎ করেছে, দাবি আক্রান্তের স্ত্রীর

Follow Us :

বর্ধমান: সৌজন্যের নজির, রাজনৈতিক হিংসায় জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমান মেডিক্যাল হাসপাতালে (Burdwan Medical Hospital) গিয়ে জখম ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর পাশে থাকার আশ্বাসও দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। গলসীর মনোহর সুজাপুরে ঈদের আগেরদিন রাতে গোষ্ঠী কোন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। তাকেই দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।

আরও পড়ুন: কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ির থেকে বের করে দিল স্বামী

শনিবার সকাল দশটা নাগাদ তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান দিলীপ ঘোষ। জরুরী বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক, তার সঙ্গে কথা বলের পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। স্বপন মল্লিকের স্ত্রী জানান তার স্বামী ব্লক সভাপতির সঙ্গে রাজনীতি করতেন। বিধায়কের লোকেরা গ্রামের মানুষের ১০০ দিনের টাকা মেরে দিয়েছে, সেই প্রতিবাদ করায় বিধায়ক গোষ্ঠীর লোকেরা তার স্বামীকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গলসি থানায় অভিযোগ করা হলে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। একশো দিনের টাকা চাওয়া নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দলে আহত হয়েছেন স্বপন মল্লিক নামে ওই ব্যক্তি,সে প্রতিবাদ করেছে তাই রোজা শেষ করতে পারেনি,ঈদ করতে পারেনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জানালেন দিলীপ ঘোষ।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular