Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশুর
Road Accident

বেঙ্গল কেমিক্যালের সামনে দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশুর

Follow Us :

কলকাতা: শুক্রবার কলকাতার বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছিল ২ শিশু। শনিবার ওই দুই শিশুর মধ্যে এক জনের মৃত্যু হল হাসপাতালে। এদিন সকালে ওই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই শিশুর নাম অঙ্কিত সাউ। এই খবর পৌঁছতেই স্থানীয়েরা বিক্ষোভে ফেটে পড়েন। পরে সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন অভিষেক সুলতানিয়া নামের এক ব্যক্তি। তাঁকে শুক্রবারই ধরেছিল পুলিশ। তাঁর বাবার নামে গাড়িটি কেনা হয়েছিল। অভিষেক দাবি করেছিলেন, গাড়ি চালাতে চালাতে তাঁর চোখ বুজে এসেছিল।

আরও পড়ুন: বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত ৩

শুক্রবার কলকাতার বেঙ্গল কেমিক্যালের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ফুটপাথে উঠে যায় গাড়ি। আহত হয় দুই শিশু-সহ তিন জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকালই শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। দুর্ঘটনার পর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়েরা। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার ডেপুটি কমিশনার গৌরব লাল। আটক করা হয়েছে চালককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি কাঁকুড়গাছির দিক থেকে আসছিল। মানিকতলা মেন রোডে আচমকাই রেলিংয়ে ধাক্কা দিয়ে উঠে যায় ফুটপাথে। সেখানে একটি ক্লাবের সামনে খেলছিল ছ’বছরের দুই শিশু। তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত আরও এক জন। ক্লাবের পাশেই রয়েছে একটি দোকান। অল্পের জন্য বেঁচে যায় দোকানটি। তার সামনেই দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেই দোকানের মালিকের ছেলে কৃষ্ণার্জুন মাইতি বলেন, দুরন্ত গতিতে ছুটে এসে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দেয়। সে সময় ফুটপাথে খেলছিল দুটি শিশু। এক জন গাড়ির নীচে চলে যায়। অন্য একটি শিশু ছিটকে পাশের মাঠে পড়ে। আরও এক জন আহত হয়েছেন।

দেখুন আরও অন্যান্য:

RELATED ARTICLES

Most Popular