skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeদেশকীভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা? সুপ্রিম প্রশ্নের মুখে ইডি
Arvind Kejriwal

কীভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা? সুপ্রিম প্রশ্নের মুখে ইডি

কেজরিওয়ালের বিচারের জন্য আপের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া বাধ্যতামূলক নয়, পাল্টা জবাব ইডির

Follow Us :

নয়াদিল্লি: আপ (Aam Aadmi Party) মূল অভিযুক্ত হলে ওই দলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু না করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিচার করা যায় কি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) ইডির আইনজীবী এস ভি রাজুর কাছে বিস্তারিত জানতে চাইল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। 

কেজরিওয়ালের বিচার করার জন্য আপের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা বাধ্যতামূলক নয়, পাল্টা জবাব দিয়েছে ইডি। পিএমএলএ আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ বিশ্বাস করার কারণ হিসেবে ইডি ওই আইনের ৭০ ধারা অনুসরণে কেজরিওয়ালকে মুখ্য অভিযুক্ত হিসেবে খাড়া করেছে। কারণ আম আদমি পার্টির মুখ্য ব্যক্তি যেহেতু কেজরিওয়াল, তাই তাঁকেই সব দায়িত্ব নিতে হবে, যুক্তি ইডির। 

আরও পড়ুন: জামিনে না, কাকার অন্ত্যেষ্টিতে যাওয়ার অনুমতি হেমন্তকে

প্রসঙ্গত, ২৩ মে দিল্লিতে ভোট। আবগারি দুর্নীতি মামলার শুনানি ওই দিনের পরেও চলতে পারে। সেক্ষেত্রে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছে আদালত। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া যায় কি না, তা বিবেচনা করা হবে বলে মৌখিকভাবে জানিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ২০২৩ সালে বিতর্কিত ওই আবগারি নীতি বাতিল করার কথা ঘোষণা করে দিল্লির আপ সরকার। তার আগেই এ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। পরে মামলায় বেআইনি আর্থিক লেনদেনের খোঁজে তদন্তে নামে ইডি। এই মামলায় গ্রেফতারির তালিকায় নাম রয়েছে দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিংহ, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular