skip to content
Tuesday, June 25, 2024

skip to content
HomeScrollসন্দেশখালির বিজেপি নেত্রী তৃণমূলে, সব ঘটনা সাজানো, দাবি সিরিয়ার
Sandeshkhali Incident

সন্দেশখালির বিজেপি নেত্রী তৃণমূলে, সব ঘটনা সাজানো, দাবি সিরিয়ার

অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে, বিস্ফোরক সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেত্রীর

Follow Us :

কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) বিজেপি নেত্রী সিরিয়া পারভিন (Sandeshkhali BJP Leader Siria Parveen) যোগ দিলেন তৃণমূলে (TMC Join BJP Leader Siria Parveen)। বৃহস্পতিবার শশী পাঁজা এবং মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক দাবি করলেন সিরিয়া। তিনি বলেন, সন্দেশখালিতে এতদিন যা ঘটানো হয়েছে সবটাই পরিকল্পিত। সন্দেশখালির ঘটনা যে বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে, সেই অভিযোগও করেছেন।
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন সিরিয়া। ১৩ ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে সামনে ছিলেন। আবার টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন, সেখানেও ছিলেন সিরিয়া। সে সময় তাঁকে হাসনাবাদ থানার পুলিশ গ্রেফতার করেছিল। পরে জামিন পান সিরিয়া। কিছুদিন আগে কিছু আগে সন্দেশখালির ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে বলতে শোনা গিয়েছিল সন্দেশখালির ধর্ষণের ঘটনা সাজানো। সবটাই টাকা দিয়ে করানো হয়েছিল। বৃহস্পতিবার সন্দেশখালি নিয়ে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দুই আন্দোলনকারীর অডিও প্রকাশ্যে আসতেই ফের বিতর্কে সন্দেশখালি। যেখানে দাবি করা হচ্ছে, দরকার হলে আন্দোলন চলাকালীন মেরে দাও। পাশাপাশি বলতে শোনা গেল কলাগাছ কেটে দাও। এমনকী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে দাগ কী করে হল? যদিও ভিডিও ও অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এদিন সন্দেশখালির ঘটনা সাজানো এই অভিযোগ শোনা গেল বিজেপি নেত্রী সিরিয়ার গলায়।

তৃণমূলে যোগ দিয়ে সিরিয়া বলেন, সন্দেশখালির ঘটনা যে বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে। আমার লড়াই মহিলাদের সম্মানের জন্য। সন্দেশখালিতে মহিলারা নির্যাতিত, ধর্ষিত শুনে তাঁদের হয়ে আমি লড়াই করছিলাম। বসিরহাটের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর আমি সন্দেশখালিতে যাই। কিন্তু গিয়ে দেখলাম, গোটা ঘটনাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হত, মোবাইল ফোন দেওয়া হতে। একের পর এক ভাইরাল ভিডিও, অডিও ক্লিপ কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়ে ছিল বিজেপির। এই যোগদান এই ঘটনা যে বিজেপির অন্দরে আলোড়ন ফেলেছে তা বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন: রাজ্যপাল ভোটে বিজেপির কাজ করছেন, কমিশনে তৃণমূল

অনেকদিন ধরেই এ বিষয়ে একাধিক প্রশ্ন মনে উঁকি মারছিল। সন্দেশখালিতে গিয়ে সে সব প্রশ্নের উত্তর পেয়েছি। তার পরে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিরিয়া বলেন, ১৫ মে সন্দেশখালিতে আবার এক মহিলা নতুন করে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেন। আমার কাছে ফোন আসে, সন্দেশখালি যেতে হবে। মেসেজ আসে, এটা আমাদের তৈরি করা বলে। গিয়ে দেখলাম, পুলিশের এফআইআরে বলা হয়েছে, শ্লীলতাহানি হয়েছে। ওই মহিলা গোপন জবানবন্দি দিতে গিয়ে বলেন, তাঁকে ধর্ষণ করা হয়েছে। সে দিনই আমার মন আরও ভেঙে যায়। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিই। তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালিতে। অভিযোগ ভুয়ো। অনেকেই বলবে আমাকে তৃণমূল কিনে নিয়েছে। কিন্তু আর ক’দিন পর ভোট। এখন আমার কী পাওয়ার আছে? অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে।

অন্যদিকে, বিজেপি নেত্রীর তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, সন্দেশখালি পরিদর্শন যান। যেখানে তৃণমূলের গুন্ডারা মানুষকে হুমকি দিচ্ছে। বলার জন্য চাপ দিচ্ছে শাহজাহান নির্দোষ। এক মহিলাকে দিলীপ মল্লিকের নৃশংসতার স্বীকার হন। ওই মহিলা জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। টিএমসির গুন্ডারা তাকে অপহরণ তাঁকে মারধর করে একটি পুকুরের পাশে বেঁধে ফেলে দেয়। বিজেপি নেত্রীর ওই মহিলাকে আমরা তাকে থানায় নিয়ে যায়, অভিযোগ দায়ের করেন।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | হাওড়ার বারোটা বাজালো কে? বিজেপি প্রার্থীর নাম বললেন মমতা
01:40:01
Video thumbnail
Mamata Banerjee | টেন্ডার দিতে পারবে না, পুরসভাগুলি ক্ষমতা কেড়ে নিলেন মমতা
03:17:06
Video thumbnail
Mamata Banerjee | বিরোধীদের অভিযোগ মমতার মুখেই, এবার আর কী বলবে বিজেপি?
03:04:40
Video thumbnail
Mamata Banerjee | নর্দমা কি আমি পরিস্কার করব? বিস্ফোরক মমতা শুনুন কী বললেন
01:32:36
Video thumbnail
Mamata Banerjee | লোভ বাড়ছে নেতাদের, জমি দখল করছে বহিরাগতরা, বিস্ফোরক মমতা
01:36:31
Video thumbnail
Mamata Banerjee | পুর-বৈঠকে বড় খবর!, কী বললেন মমতা?
01:50:11
Video thumbnail
Sayani Ghosh | প্রথমবার সাংসদ দিল্লি গিয়ে কী করলেন সায়নী?
03:06:26
Video thumbnail
Shantanu Thakur | বনগাঁর ঠাকুর বাড়ি থেকে সংসদে শপথ, কী বললেন শান্তনু ?
01:20:50
Video thumbnail
Rachana Banerjee | সংসদে পা রচনার, সেলফি তুললেন কি?
03:03:00
Video thumbnail
June Malia | বিধায়কের পর সাংসদ জুন মালিয়া, দিল্লি গিয়ে কী করলেন?
02:14:00