skip to content

skip to content
Homeজেলার খবরপূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

Follow Us :

তমলুক: বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের মহম্মদপুরের ঘটনা। বিজেপির অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাদের দলের কর্মীকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শম্ভু মাইতি (৩৮)। তিনি বিজেপির শক্তিকেন্দ্রের যুব নেতা ছিলেন। গেরুয়া শিবিরের অভিযোগ, শনিবার রাতে বাড়িতে ফোন করে কেউ বা কারা ডেকে নিয়ে যায় শম্ভুকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: ত্রিপুরা হিংসায় ১০২টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে UAPA মামলা

রাত গড়িয়ে গেলেও শম্ভু বাড়ি না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। দলের তরফ থেকে ভগবানপুর থানার জানানো হয়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

শম্ভুকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিজেপির অভিযোগ, এর আগেও শম্ভুকে মারধর করা হয়। এই মৃত্যুর পিছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, এমনটাই দাবি বিজেপির। যদিও রাজ্যের শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, দাবি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের

RELATED ARTICLES

Most Popular