Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNZvsAFG: বিরাট ভাবনায় ফেঁসে আজ শোয়েব আখতারও!

NZvsAFG: বিরাট ভাবনায় ফেঁসে আজ শোয়েব আখতারও!

Follow Us :

আজ রবিবার। ৭ নভেম্বর। ধোনি – ৭ নম্বর। ভারতের লাকি নম্বর কি এটা? আজ ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেই। কিন্তু ভারতের ভাগ্য নিয়ে খেলা আছে। নিউজিল্যান্ড আর আফগানিস্তান খেলতে নামছে। কারা জয় পাবে তা নিয়ে দুই দলের আগ্রহ তো আছেই। নিউজিল্যান্ড জিততে চাইবে, সেমিফাইনালে উঠতে। আর আফগানিস্তান? জিতলে তারা সাফল্য পাবে, কিন্তু নজির সৃষ্টি করার সুযোগ পাবে না। কারণ একটাই – নেট রান রেট। আফগান দল জিতলে, তিন দলের পয়েন্ট সমান হয়ে এই রান রেট এর শর্ত সামনে আসবে। আর তা সামনে এলেই, ভারত চলে যাবে সেমি ফাইনালে। না যাবে কিউইরা, না যাবে আফগানরা। কি বিচিত্র পরিস্থিতি!

আরও পড়ুন: দুরন্ত জয় এলেও, আফসোস মিটছে না কোহলির

তাই ১৩০ কোটি দেশের মানুষ আজ সমর্থন হয়ে যাচ্ছে আফগানিস্তানের। আর ১৩০ কোটির মধ্যে রয়েছেন, দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে থাকা ভারতীয় ক্রিকেট দল- বিরাট,রোহিতরা।
সোমবার এবারের টুর্নামেন্টের শেষ গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ: নামিবিয়া। সেই ম্যাচ নিয়ে সামান্যতম আগ্রহ কারোর থাকবে কিনা, তাও ঠিক করে দেবে আজ, রবিবারের ম্যাচ: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান।

এই ম্যাচের দিকে তিন দল তাকিয়ে আছে, এটাও আবার ভাবা ভুল। তাকিয়ে আছে, আই সি সি’ র দুর্নীতি দমনের শাখার কর্তারা। তাকিয়ে রয়েছে, বেটিং দুনিয়ার কুশীলবরা। এই ম্যাচে, অনলাইন গেমিং সাইটগুলো লাখ লাখ – কোটি কোটি টাকার খেলা চলবে। টিভি সম্প্রচার স্বত্ব যাদের হাতে, তারাও এই ম্যাচ নিয়ে স্পেশাল কোনো প্যাকেজ ভাবেইনি – তিনদিন আগেও। ভারত যেই স্কটল্যান্ডকে দাপটে হারিয়ে, নেট রান রেট নিয়ে সকলের উপরে বসলো, খেলা শুরু হয়ে গেল। বাণিজ্যিক সংস্থাগুলো এই মাচের স্লট কিনে নিয়েছে। শুনলাম , ভারত – পাক ম্যাচের থেকেও এই ম্যাচের পারদ চড়ে গেছে!

আজ রশিদ খানদের হয়ে গলা ফাঁটাবেন ১৩০ কোটি ভারতীয়!

আর এতেই বাড়ছে নানান জল্পনা আর সংশয়। যতোই রবীন্দ্র জাদেজা মজা করে বলে দিয়ে থাকুন, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হারলে বাক্সপেটরা গুছিয়ে ফিরবেন তাঁরা। কিন্তু ম্যাচটি শেষ না হওয়া পর্যন্ত, থাকবে টানটান উন্মাদনা। স্কটল্যান্ডকে হেলায় হারিয়ে নেট রানরেটে এই গ্রুপে পয়লা নম্বর অবস্থানে বসে পড়লেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাগ্য ঝুলছে সেই আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেই ।

তর্কের খাতিরে এই ম্যাচ নিউজিল্যান্ড হারলেই শুধু সুযোগ থাকবে জাদেজাদের। তখন সোমবার নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে , রানরেটের পরিষ্কার সমীকরণ থাকবে কোহলিদের সামনে। তবে প্রাক্তন পাকিস্তান ফাস্ট বোলার শোয়েব আখতার অবশ্য একটা কঠিন সত্যের কথা শুনিয়েছেন। তিনি বলছেন, শেষ পর্যন্ত নিউজিল্যান্ড হারলে কিন্তু উঠবে ‘অনেক প্রশ্ন’।

কার্যত গ্রুপ ২-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য কোয়ার্টার ফাইনাল। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। ঠিক পরের স্থানে বসে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা ভারত পরের দুই ম্যাচে আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দাদাগিরি দেখিয়ে পেয়েছে দাপুটে জয়। তবে শেষ পর্যন্ত এইসব দাদাগিরি বেকার হয়ে যেতে পারে।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিওতে শোয়েব বলেছেন, ভারতে এগোচ্ছে ‘মিরাকল’-এর দিকেই, ‘বিশ্বকাপ বেশ আগ্রহ জাগিয়ে শেষের দিকে। মনে হচ্ছে, ভারত মিরাকলের দিকে এগোচ্ছে, যেটাকে অসম্ভব মনে হচ্ছিল। আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড তো বেশ উল্টো চাপে থাকবে।’

ভারত শেষ পর্যন্ত নকআউট পর্বে যাক, এমনটাই চান শোয়েবও। তবে তাঁর এমন চাওয়ার কারণটা হল, ‘ব্যক্তিগতভাবে আমি ভারতকে পাকিস্তানের সঙ্গে ফাইনালে দেখতে চাই। তাতে ভারতকে আরও একবার হারাতে পারবে পাকিস্তান। বিশ্বকাপটাও আরও জমজমাট হয়ে উঠবে।’

অবশ্য পাকিস্তানিদের চাওয়াটা তাঁর মতো নয়, শোয়েব মনে করিয়ে দিয়েছেন সেটাও, ‘ভারতের ভাগ্য নিউজিল্যান্ডের হাতে। নিউজিল্যান্ড যদি হারে, তাহলে অনেক প্রশ্ন উঠবে। আমি আগেই সতর্ক করে দিচ্ছি। আমার আশঙ্কা, আরেকটা আলোচনার মঞ্চ তৈরি হবে সঙ্গে সঙ্গে। বিতর্কে জড়াতে চাই না, তবে নিউজিল্যান্ডকে নিয়ে এখন পাকিস্তানের অনুভূতি তীব্র।’

বিশ্বকাপের আগে নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর থামিয়ে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্টে অবশ্য তাদের হারিয়েছে পাকিস্তান। এরপর সেই নিরাপত্তার ব্যাপার নিয়ে কিউইদের খোঁচাও দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। নিরাপত্তার ব্যাপারটি আলাদা করে না বললেও এবার সেই নিউজিল্যান্ডের হারের কারণেই ভারত সেমিফাইনালে গেলে সোশ্যাল মিডিয়াতে সাইক্লোন বয়ে যাবে। শোয়েব নিজের ‘আশঙ্কার’ কথা জানিয়েছেন। শোয়েব বলেছেনঃ ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড আফগানিস্তানের চেয়ে ভালো দল। তবে খোদা না করুক, তারা যদি ভালো না খেলে হারে, সেটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। এই সোশ্যাল মিডিয়াকে আটকানো যাবে না। এটাও আমাদের খেয়াল রাখতে হবে।’

রবিবার বেলা সাড়ে তিনটেতে আবুধাবিতে হতে চলেছে, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ। আর ভারত নিজেদের শেষ ম্যাচটি খেলবে সোমবার রাত সাড়ে সাতটায়, নামিবিয়ার বিপক্ষে, দুবাইয়ে।

ছবি: সৌ- টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বচসা
00:00
Video thumbnail
Lok Sabha Elections 2024 | সকাল থেকে ‘অ্যাকশন মোডে’ দীপ্সিতা, জেতার পক্ষে আশাবাদী সিপিএম প্রার্থী
00:00
Video thumbnail
Loksabha Eloection 2024 | দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের পঞ্চম দফা
05:55
Video thumbnail
Arjun Singh | বীজপুর বিধানসভায় অর্জুনকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা
02:54
Video thumbnail
Hooghly | ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গাছে বেঁধে মার
02:23
Video thumbnail
Mamata Banerjee | বাঁকুড়ার ওন্দায় ভোটপ্রচারে মমতা, কী বললেন দেখুন ভিডিও
16:21
Video thumbnail
Lok Sabha Election 2024 | পিঙ্ক বুথ, কী কী ব্যবস্থা রয়েছে? দেখুন ভিডিও
01:54
Video thumbnail
Loksabha Election 2024 | উত্তর হাওড়ায় ভোটে অশান্তি, বোমাবাজি ও গু*লি চালানোর অভিযোগ
02:43
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১ টা পর্যন্ত ব্যারাকপুরে ভোট পড়েছে ২৯.৯৯ শতাংশ
04:26
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১০৩৬টি
19:19