skip to content

skip to content
HomeবিনোদনJyothik | Ajay Devgn | R Madhavan | বলিউডে জ্যোতিকার কামব্যাক

Jyothik | Ajay Devgn | R Madhavan | বলিউডে জ্যোতিকার কামব্যাক

Follow Us :

মুম্বই : দীর্ঘ ২৫ বছর পর বলিউড ফিল্মে(Bollywood Film) কামব্যাক(Comeback) করছেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা(Jyotika)। ১৯৯৮ সালে কমেডি ফিল্ম ডোলি সাজা কে রাখনা(Doli Saja Ke Rakhna)-তে অভিনয় করে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি।এরপর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির(South Indian Film Industry) পরিচিত মুখ হয়ে উঠলেও আর বলিউড ফিল্মে দেখা যায়নি জ্যোতিকাকে।অবশেষে অজয় দেবগণের(Ajay Devgn) ছবিতে অভিনয় করে হিন্দি ছবিতে ফিরতে চলেছেন জ্যোতিকা।অভিনেত্রীর আরও একটা পরিচয় তিনি তামিল সুপারস্টার সুরিয়ার স্ত্রী(Superstar Suriya’s Wife)।সদ্যই জানা গিয়েছে গুজরাতি ছবি বশ(Vash)-এর হিন্দি রিমেক(Hindi Remake) তৈরি করতে চলেছেন কুইন খ্যাত পরিচালক বিকাশ বহেল(Vikash Bahl)।নতুন এই সুপারন্যাচরাল থ্রিলার ফিল্মে(Super Natural Thriler Film) মুখ্যভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ এবং আর মাধবনকে(Ajay Devgn & R Madhavan)।বিকাশ বহেলের ভূতুড়ে থ্রিলার ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট। জানা যাচ্ছে,এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা।জুন মাসেই মুম্বইতে ছবির শ্যুটিং শুরু করে দেবেন অভিনেত্রী।পাশাপাশি শ্যুটিংয়ে যোগ দেবেন অজয় দেবগণ এবং আর মাধবনও।

মুম্বইয়ের পরে মুসৌরি এবং লন্ডনেও পরবর্তী শ্যুটিং পর্ব সারবেন পরিচালক বিকাশ বহেল।কিছুদিনের মধ্যেই সুপার ন্যাচারাল ছবির অ্যানাউন্সমেন্ট সারবেন নির্মাতারা। তখনই প্রকাশ্যে আসবে ছবির নাম এবং আরও অনেক নতুন আপডেট।এই ছবির শ্যুটিং শেষ করেই অগস্টে সিংহম এগেইন-এর শ্যুটিংয়ে যোগ দেবেন অজয় দেবগণ।

RELATED ARTICLES

Most Popular