Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKarnataka CM Race | ভোক্কালিগা-লিঙ্গায়ত সমর্থন শিবকুমারের দিকে, ১০০ বিধায়ক সিদ্দারামাইয়ের ঝুলিতে,...

Karnataka CM Race | ভোক্কালিগা-লিঙ্গায়ত সমর্থন শিবকুমারের দিকে, ১০০ বিধায়ক সিদ্দারামাইয়ের ঝুলিতে, ফাঁপরে কংগ্রেস

Follow Us :

বেঙ্গালুরু ও নয়াদিল্লি: দাক্ষিণাত্য জয়ের পরেও কর্নাটকে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গলায় কাঁটা বিঁধে রয়েছে কংগ্রেসের। বেঙ্গালুরুতে রবিবার রাত পর্যন্ত চলা বৈঠকেও ফয়সালা না হওয়ায় আজ, সোমবার রাজ্যের দুই শীর্ষ নেতা ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়াকে ডাকা হয়েছে রাজধানী দিল্লিতে। সেখানে হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিন দুপুরের মধ্যেই শিবকুমার ও সিদ্দারামাইয়া পৌঁছে যাবেন দিল্লিতে।

তবে মুখ্যমন্ত্রী মুখ বাছাই করতে কংগ্রেসকে অনেকগুলি সিঁড়ি ভাঙা অঙ্ক কষতে হবে। কারণ কর্নাটকের প্রধান দুই সম্প্রদায় ভোক্কালিগা এবং লিঙ্গায়তরা কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে একমত। আবার অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পিছনে প্রায় শ’খানেক বিধায়কের সমর্থন রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এই অবস্থায় শ্যাম ও কুল রাখা দায় হয়ে উঠেছে দলীয় নেতৃত্বের।

আরও পড়ুন: Weather Update | উত্তরে বৃষ্টি, দক্ষিণে পুড়বে বঙ্গ, মঙ্গলের পর স্বস্তিবর্ষণ মহানগরীতে

দলের প্রবীণ নেতা রণদীপ সুরজেওয়ালা, কেসি বেণুগোপাল এবং তিন অবজার্ভাররাও এদিন দিল্লিতে চলে আসছেন। মুখ্যমন্ত্রীর দৌড়ে ভোক্কালিগা সম্প্রদায় তাদের শীর্ষ নেতা ডিকেএসকে সমর্থন জানিয়ে রেখেছে। রাজ্যে লিঙ্গায়তভুক্তদের পরেই ভোক্কালিগারাই জনসংখ্যায় বেশি। কিন্তু, বিস্ময়করভাবে ডিকেএস লিঙ্গায়তদেরও সমর্থন পাচ্ছেন। ফলে এই দুই সম্প্রদায়ের পছন্দের ব্যক্তিকে এককথায় দূরে ঠেলে দেওয়া সহজ হবে না কংগ্রেস নেতৃত্বের পক্ষে।

অন্যদিকে, কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, হেভিওয়েট নেতা সিদ্দারামাইয়া শিবিরে প্রায় ১০০ জন বিধায়ক রয়েছেন। সেই হিসেব দলনেতা নির্বাচনে তিনি অঙ্কের হিসেবে অনেকটাই এগিয়ে। অবজার্ভারদের সেকথা জানিয়ে দেওয়াও হয়েছে। দিল্লির নেতৃত্ব সিদ্দারামাইয়াকে ফোন করে জানিয়েছে, চার বছরের বিজেপির অপশাসনের সমস্যা মেটাতে আপনার মতো অভিজ্ঞ ব্যক্তিকেই এসময়ে প্রয়োজন। এদিন সকালে আর্য এড়িগা সম্প্রদায়ের প্রধান প্রণবানন্দ স্বামী ৭৫ বর্ষীয় সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করেন। তবে তিনি কোনও মুখের পন্থী নন বলে জানিয়ে দেন স্বামী।

মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতেই রবিবার আনুষ্ঠানিক বৈঠকে বসেছিল কংগ্রেসের নেতৃত্ব। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। বৈঠকে এই প্রস্তাবই পাশ হয়েছে। তার মধ্যেই দাক্ষিণাত্যের এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন ঘোষণা হয়ে গেল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ মে শপথ নেবেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী। ওই দিনই নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথগ্রহণ করবেন। সবকিছু ঠিকঠাক চললে আজকের মধ্যেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

বিজেপিকে গুঁড়িয়ে দিয়ে কর্নাটকে (Karnataka Election) একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিপুল সাফল্যের মধ্যেই একটা প্রশ্ন ঘুরছে কে হবেন নতুন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলে বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে মুখ্যমন্ত্রী বাছাই করতে বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। সিদ্দারামাইয়া নাকি ডি কে শিবকুমার, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এছাড়াও গান্ধী পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha election 2024 | কলকাতা টিভিতে মুখোমুখি সৌমিত্র খাঁ ও সুজাতা মন্ডল, কী বললেন শুনে নেব
10:31
Video thumbnail
Lok Sabha election 2024 | রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন, শেষ মুহুর্তের প্রস্তুতি DCRCতে
06:51
Video thumbnail
Arjun Singh | 'অভিরূপ অর্জুনের দ্বিতীয় পক্ষের ছেলে', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
01:14
Video thumbnail
Arjun Singh | বিবাহ তিরে বিদ্ধ অর্জুন সিং, অভিরূপ সিং অর্জুনের পুত্র দাবি সোমনাথ শ্যামের
03:37
Video thumbnail
Panihati News | পানিহাটিতে জমি প্রতারণা চক্রের পর্দাফাঁস, ঘোলা থানায় অভিযোগ দায়ের
01:59
Video thumbnail
Cpim News | সীমান্তে BSF- এর হাতে বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার সিপিএম নেতা
03:24
Video thumbnail
Suvendu Adhikari | '২৩ তারিখ ঘাটালের হিরোকে জিরো করবে', দেবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
02:16
Video thumbnail
Abhijit Ganguly | মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
11:54:56
Video thumbnail
Stadium Bulletin | ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব পাননি গৌতম গম্ভীর
11:54:56
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | BJP-TMC একে অপরের পরিপূরক, বাংলার ভোটকে বিভাজিত করতে চায়: অধীর
04:58