Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাParesh Chandra Adhikari: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের ডাকল সিবিআই

Paresh Chandra Adhikari: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের ডাকল সিবিআই

Follow Us :

কলকাতা: ফের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে তলব করল সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবারও তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরেশকে আজ, শুক্রবার সকাল ১১টায় নিজাম প্যালেসে যেতে বলেছে। একই সঙ্গে এদিন সকালে পরেশকে জেরার প্রাথমিক রিপোর্ট হাইকোর্টে জমা দেবে সিবিআই। সূত্রের খবর, গতকাল ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সম্পূর্ণ তথ্য পায়নি সিবিআই। সেই কারণেই ফের তলব করা হয়েছে।

বৃহস্পতিবার টানা ৩ ঘণ্টা পরেশকে জেরা করে সিবিআই। সন্ধে সাড়ে ৭টা নাগাদ সিবিআই দফতরে ঢোকে মন্ত্রীর গাড়ি৷ সাদা রঙের গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে হেঁটে সোজা চলে যান লিফটের দিকে৷ রাত সাড়ে ১০টার পর নিজাম প্যালেস ছেড়ে বেরোন তিনি৷ পরেশের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে মেয়ের স্কুলে চাকরি পাওয়ার ব্যাপারে তিনি প্রভাব খাটিয়েছেন৷ অবৈধ নিয়োগ মামলায় আবেদনকারী ববিতা সরকারের অভিযোগ, তাঁকে টপকে অঙ্কিতাকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে৷

এর আগে কলকাতায় আসার পথে বুধবার হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান পরেশ অধিকারী৷ মঙ্গলবার আদালতের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে ওঠেন তিনি৷ কিন্তু বুধবার ভোররাতে বর্ধমান স্টেশনে নেমে পড়েন৷ তারপর থেকেই কোনও খোঁজ মিলছিল না তাঁর৷ শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সিবিআই৷ তার পরই বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে দেখা যায় তাঁকে৷

আরও পড়ুনParesh Adhikary: পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই

RELATED ARTICLES

Most Popular