Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরজামিন চাইলেন না কেষ্টর আইনজীবী, ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

জামিন চাইলেন না কেষ্টর আইনজীবী, ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

Follow Us :

আসানসোল: দশ দিনের জন্য অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। শুক্রবার আসানসোলের বিশেষ আদালতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে গ্রেফতার কেষ্ট মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল। সিবিআই তারা ১৪ দিন অনুব্রতকে নিজেদের হেফাজতে চায়। বিশেষ আদালত নয় দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন সওয়াল জবাবের সময় অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করেননি৷

শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রথমদিকে অনুব্রতর গ্রেফতারের বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনুব্রতর আইনজীবী দাবি করেন সিবিআই কোনও ‘অ্যারেস্ট মেমো’ দেখায়নি। ফলে বিষয়টি গ্রেফতার না আটক না শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে তা নিয়ে জল্পনা চলতে থাকে। শেষ পর্যন্ত বেলায় তাঁর অ্যারেস্ট মেমো দেখানো হয়।

এদিন যখন আসানসোলের বিশেষ আদালতে অনুব্রতকে নিয়ে যাওয়া হয় তখন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম এবং বিজেপি কর্মী-সমর্থকরা। অনুব্রতকে দেখা মাত্রই ‘চোর চোর’ বলে বিদ্রুপ শুরু হয়। ‘গরু চোর’ বলে বিদ্রুপও শোনা যায়। বেশ কয়েক জন অনুব্রতকে লক্ষ্য করে জুতো দেখান।

এদিন সওয়াল-জবাব শেষের পর অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, গোটা দিনের সামগ্রিক পরিস্থিতি দেখে এবং জনমতের প্রভাব লক্ষ্য করে কেষ্টর জন্য জামিনের আবেদন করা হয়নি৷ আইনজীবীর কথায়, আজ সকাল থেকে জেলায় যেভাবে মানুষের ভূমিকা দেখা গিয়েছে সেই বিষয়টি লক্ষ্য করে জামিনের আবেদন করা হয়নি৷ কারণ, যদি আজ জামিন নামঞ্জুর হয় তাহলে পরবর্তী কালে এই প্রেক্ষিতে আর আবেদন করার সুযোগ থাকবে না৷ 

RELATED ARTICLES

Most Popular