skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeলিডAshok Stambh: অশোকস্তম্ভের বিকৃতি ঘটিয়েছিল কংগ্রেস, বিজেপি প্রকৃত রূপ ফিরিয়েছে, দাবি কেন্দ্রীয়...

Ashok Stambh: অশোকস্তম্ভের বিকৃতি ঘটিয়েছিল কংগ্রেস, বিজেপি প্রকৃত রূপ ফিরিয়েছে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অশোকস্তম্ভ বিতর্কের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা ও বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। তাঁর দাবি, অশোকস্তম্ভ পরিবর্তন করে দিয়েছিল কংগ্রেস। পরিবর্তিত অশোকস্তম্ভের আসল রূপ ফিরিয়ে এনেছে বিজেপি। বুধবার সিউড়িতে এমনটাই বললেন তিনি।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে বীরভূম সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। বীরভূমে এসে বুধবার তিনি সিউড়ির ৬ নং ওয়ার্ডে চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন। তার পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাঁকে অশোকস্তম্ভের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভারতের সাধারণ মানুষের সম্পত্তি কোথায় গিয়েছে সবাই জানে। উন্নয়নই বা কতটা হয়েছে সেটা সবাই জানে। ২০১৪ তে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সরকার তৈরি হয়েছে।  সাধারণ মানুষের জন্য কাজ হচ্ছে। কংগ্রেসের সময়ে বহু কিছু পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই সকল পরিবর্তিত জিনিসের আসল রূপ ফিরিয়ে আনতে চাইছে বিজেপি। সেই কারণে অশোকস্তম্ভেরও আসল রূপ ফিরিয়ে এনেছে বিজেপি। এদিন তিনি সিউড়ি থেকে রামপুরহাট যান। পুজো দেন তারাপীঠে।

সোমবার ব্রোঞ্জের তৈরি জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ওজন ৯৫০০ কিলোগ্রাম, উচ্চতা ৬.৫ মিটার। একে ধরে রাখার জন্য সাড়ে ছ’হাজার কিলোগ্রাম ওজনের ইস্পাতের কাঠামো তৈরি হয়েছে। ক্লে মডেলিং, ব্রোঞ্জ ঢালাই, পালিশ হওয়া-সহ মোট আটটি ধাপে এটি তৈরি করা হয়। প্রকৃত অশোক স্তম্ভে সিংহের মাথাটি তার দেহের তুলনায় বড় । যেমনটি সাধারণত হয়ে থাকে। কিন্তু, নতুন মূর্তিটির সিংহগুলির মাথা অত্যন্ত ছোট। দেখে মনে হবে, চিতার মাথার আকারে তৈরি করা মূর্তি। এই স্তম্ভ নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ তোলা হয় জাতীয় প্রতীক বিকৃত করার।

আরও পড়ুন- Basirhat: ভরা কোটাল, পূবালি হাওয়ায় নদীবাঁধে একাধিক নদীবাঁদে ফাটল

RELATED ARTICLES

Most Popular