Placeholder canvas

Placeholder canvas
HomeBastu Tips | বাস্তু মেনে বাড়ির কোন দিকে কোন গাছ লাগালে বৃদ্ধি...
Array

Bastu Tips | বাস্তু মেনে বাড়ির কোন দিকে কোন গাছ লাগালে বৃদ্ধি পাবে আয়?

Follow Us :

আমাদের মাঝে এমন অনেকে আছে যাঁদের গাছের শখ। অনেকেই নিজের বাড়িতে ছাদে গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়ান।আবার কেউ কেউ কিচেন গার্ডেন করে রাখেন। তবে বেশ কিছু গাছ রয়েছে যা বাড়ির জন্য বেশ শুভ। বাস্তু মতে এই গাছ গুলি সঠিক স্থানে লাগানো হলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে। আবার ঠিক বিপরীতে এমন অনেক গাছ আছে, যেগুলো বাড়িতে থাকলে বাড়ির অমঙ্গল হয়। চলুন এমন কয়েকটি গাছের সম্পর্কে জেনে নেওয়া যাক যা বাড়িতে রাখলে আনন্দের সমাগম হয়।

তুলসী: হিন্দু ধর্মে তুলসীকে গুরুত্বপূর্ণ স্থান প্রদান করা হয়েছে। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগানো শুভ। তুলসী পুজো করলে গ্রহ দোষ কেটে যায়। আবার পাপ মোচনের জন্যও তুলসী পুজো করার পরামর্শ দেন অনেকে। বাস্তু দোষ দূর করতে সহায়ক তুলসী। 

আমলকি: লক্ষ্মী ও নারায়ণের প্রিয় গাছ। বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে এই গাছটি রাখা যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে নিয়মিত এই গাছের পুজো করলে সৌভাগ্য বৃদ্ধি হয়। এর প্রভাবে বাড়িতে কখনও অর্থাভাব থাকে না। ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়।

শিউলি: বাস্তু শাস্ত্রে শিউলি ফুল ও গাছকে অত্যন্ত শুভ মনে করা হয়।

শমী: এটি শনির প্রিয় গাছ। বাড়ির বাইরে শমী গাছ লাগানো উচিত। তবে এমন স্থানে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বেরোনোর সময় গাছটি আপনার ডান দিকে থাকে। এই গাছের তলায় প্রতি দিন সরষের তেলের প্রদীপ জ্বালালে শনির আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। বাড়ির উত্তর-পশ্চিম কোণে এই গাছ লাগানো থাকলে পরিবারের সদস্যরা মান-সম্মান লাভ করেন। 

জবা: জ্যোতিষ শাস্ত্রে এই ফুলটি সূর্য ও মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত। এক লোটা জলে জবা ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিলে স্বাস্থ্য ভালো থাকে এবং সমাজে মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। দুর্গাকে প্রতিদিন জবা ফুল অর্পণ করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ কোণে জবা ফুলের গাছ লাগানো শুভ।

 

RELATED ARTICLES

Most Popular