Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKerala High Court: চালক মদ্যপ অবস্থায় থাকলেও থার্ড পার্টি বিমার ক্ষতিপূরণ সংস্থাকেই...

Kerala High Court: চালক মদ্যপ অবস্থায় থাকলেও থার্ড পার্টি বিমার ক্ষতিপূরণ সংস্থাকেই দিতে হবে, নির্দেশ কেরালা হাইকোর্টের

Follow Us :

তিরুবনন্তপুরম: থার্ড পার্টি ইন্সিওরেন্সের (Third Party Insurance) ক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে হবে। এমনই নির্দেশ দিল কেরালা হাইকোর্ট (Kerala High Court)। যদি গাড়ির চালক মদ্যপ (Drunken) অবস্থায় দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তাও বিমাকারী সংস্থাকে সেই মুহূর্তের জন্য দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে বিমার টাকা দিতে হবে জানাল উচ্চ আদালত। তাতে যদি বিমার শর্তাবলিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় ক্ষতিপূরণের সংস্থান নাও থাকে, তাহলেও তাৎক্ষণিক ক্ষতিপূরণের নির্দেশ কেরালা হাইকোর্টের।

বিচারপতি সোফি টমাস এক মামলার নির্দেশে বলেন, বিমাকারী সংস্থার শর্তাবলিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় কোনও দুর্ঘটনায় থার্ড পার্টিকে ক্ষতিপূরণের সংস্থান নাও থাকতে পারে। কিন্তু, বিমাকারী সংস্থাকে প্রাথমিকভাবে থার্ড পার্টিকে ক্ষতিপূরণ দিতে হবে। পরে ওই সংস্থা গাড়ির চালক কিংবা গাড়ির মালিকের কাছ থেকে সেই টাকা পুনরাদায় করতে পারে। কিন্তু, প্রাথমিকভাবে দায় এড়ালে চলবে না।

আরও পড়ুন: Madras High Court: মুসলিম মহিলারা বিবাহ বিচ্ছেদের মামলা আদালতেই করতে পারবেন, রায় মাদ্রাজ হাইকোর্টের

মামলাটির ঘটনা এরকম। ২০১৩ সালে এক ব্যক্তি অটোরিকশ করে যাচ্ছিলেন। সেই সময় তাঁর অটোরিকশয় একটি গাড়ি এসে ধাক্কা মারে। আবেদনকারী অটো থেকে ছিটকে রাস্তায় গিয়ে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে ৭ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। ছাড়া পাওয়ার পর তিনি ক্ষতিপূরণের আবেদন জানান। দুর্ঘটনার জন্য তাঁকে ৬ মাস ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। 

পেশায় চালক ওই ব্যক্তি মাসে ১২ হাজার টাকা রোজগার করতেন তখন। তিনি তখন ক্ষতিপূরণের আবেদন জানালে ট্রাইবুনাল তাঁকে ২.৪ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়। তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত বলেছে, এই মামলায় একটি সাধারণ অভিযোগ দায়ের করে পুলিশ। যাতে বলা হয়, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এমনকী যে অভিযোগটি গাড়ির চালক কিংবা মালিক কেউই উড়িয়ে দেননি।

এই অবস্থায় বিমা সংস্থা সাফ জানিয়ে দেয়, যেহেতু গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তারা বিমার শর্তানুযায়ী থার্ড পার্টিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। আদালত বলেছে, বিমা পলিসির শর্তে যাই থাক না কেন, দুর্ঘটনার পরবর্তী প্রাথমিক পর্যায়ে ক্ষতিপূরণ বিমা সংস্থাকেই দিতে হবে। পরে তারা ইচ্ছা করলে সেই টাকা ওই চালক কিংবা মালিকের কাছ থেকে উদ্ধার করে নেবে।

RELATED ARTICLES

Most Popular