Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাKhelo India Youth Games: কবে থেকে শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ...

Khelo India Youth Games: কবে থেকে শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩? জানতে পড়ুন

Follow Us :

 ভোপাল: ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)-এর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।বলা বাহুল্য, ভারতের ঘরোয়া স্পোর্টস ইভেন্টগুলির মধ্যে অন্যতম এটি। আগামী ৩০ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হতে চলেছে এ বছরের ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)-এর। আর শেষ হচ্ছে ১১ ফেব্রুয়ারি। এবারের ইয়ুথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালে।

‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan)। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শান, নীতি মোহন, শিবা মানির মতো তারকারা। সন্ধ্যা ৬ টার সময় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বলা যেতে পারে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে ঘিরে এই মুহূর্তে উৎসবমুখর গোটা মধ্যপ্রদেশে। 

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে (Khelo India Youth Games) নিয়ে ‘থিম সং’-এর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে।উদ্বোধন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, ‘মধ্যপ্রদেশের জন্য জানুয়ারি হচ্ছে সোনালি মাস।খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস- গোটা রাজ্যে খেলাধূলার আবহাওয়া তৈরি করে দিয়েছে। আমি সব খেলোয়াড়দের বলব অবশ্যই লেখাপড়া করো এবং তারসঙ্গে খেলাধূলাও চালিয়ে যাও।খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসকে সাফল্যমণ্ডিত করার জন্য মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে কোনও ত্রুটি রাখা হবে না।’ 

আরও পড়ুন: Khelo India Youth Games: মধ্যপ্রদেশে শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, কোথায় কী খেলা জেনে নিন  

কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)বলেন, ‘মধ্যপ্রদেশ ভীষণ সুন্দর এবং বৈচিত্রে ভরা।এই রাজ্য মহাকালের আশীর্বাদপুষ্ট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর প্রচেষ্টায় অতি কম সময়ে রাজ্যের ক্রীড়া বিভাগে বিস্তর পরিবর্তন হয়েছে। অন্য রাজ্যগুলির অবশ্যই শেখা উচিত মধ্যপ্রদেশ থেকে।’ 

উল্লেখ্য, এবারে সব রেকর্ড ভাঙতে চলেছে ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’ (Khelo India Youth Games)। প্রায় ৭০০০ খেলোয়াড় অংশ নিতে চলেছে এই স্পোর্টিং ইভেন্টে। মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধারা রাজে সিন্ধিয়া (Yashodhara Raje Scindia) বলেন, ‘মুখ্যমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা জিরো থেকে হিরো হয়েছি।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের প্রচেষ্টায় মধ্যপ্রদেশ একটি স্পোর্টস হাবের রূপ নিতে চলেছে।’

RELATED ARTICLES

Most Popular