Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাRanji Trophy: শেষ চারে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বাংলার

Ranji Trophy: শেষ চারে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বাংলার

Follow Us :

কলকাতা: রঞ্জি সেমিফাইনালে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বাংলার (Bengal)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দাঁড়াতে পারলেন না ঝাড়খণ্ডের (Jharkhand) ব্যাটাররা। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড ছিল বাংলার (Bengal)। সেটারই অ্যাডভান্টেজ পেলেন মনোজরা। দ্বিতীয় ইনিংসে বাংলার বোলারদের দাপটে ৭ উইকেটের পতন হয় ঝাড়খণ্ডের। বড় কোনও  অঘটন না ঘটলে ম্যাচ যে বাংলা জিতছেই সেটা বলা বাহুল্য।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ঝাড়খণ্ডের রান ৭ উইকেটে ১৬২। বাংলার থেকে মাত্র ৭ রানে এগিয়ে রয়েছে। খেলার এখনও দু’দিন বাকি। কিন্তু যা অবস্থা তাতে চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: Kylian Mbappe: চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে এমবাপে, অবসর নিলেন তাঁর সতীর্থ! 

অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামির ব্যাটে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট ২৩৮ রান করেছিল বাংলা। ৬৫ রানের লিড ছিল। ক্রিজে ছিলেন শাহবাজ় ও অভিষেক পোড়েল। তৃতীয় দিন খুব বেশি রান করতে পারেননি অভিষেক। ৩৩ রান করেই আউট হয়ে যান তিনি। এরপর একাই খেললেন শাহবাজ়। নীচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে দলের রানকে ৩০০ পার করালেন। অর্ধশতরান করলেন তিনি।

অন্য দিকে উইকেট পড়তে থাকায় শেষ দিকে চালিয়ে খেলতেই হত শাহবাজ়কে। সেটাই করছিলেন তিনি। দ্রুত রান তুলতে গিয়ে ৮১ রানের মাথায় আউট হলেন এই বাঁ হাতি অলরাউন্ডার। দলের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি রান করলেন তিনি। শাহবাজ় আউট হতেই ৩২৮ রানে শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস।

 

RELATED ARTICLES

Most Popular