Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরSaghardighi By- Election: কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সাগরদিঘির উপনির্বাচন

Saghardighi By- Election: কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সাগরদিঘির উপনির্বাচন

Follow Us :

সাগরদিঘি: প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তায় হবে সাগরদিঘির উপনির্বাচন, জানাল নির্বাচন  কমিশন (Election Commission)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি অসনটি শূন্য হয়।  আগামী ২৭ ফেব্রুয়ারি সেই আসনে উপনির্বাচন (Saghardighi By- Election) হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট হবে। এর জন্য মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force) রাজ্যে আসতে শুরু করবেন। ওই দিন থেকেই শুরু হবে রুট মার্চ। কমিশন সূত্রে খবর, ভোটারদের মনোবল বাড়াতে এক সপ্তাহ ধরে এলাকায় টহলদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী।

৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রে প্রার্থী পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোট গণনা আগামী ২ মার্চ। এই কেন্দ্রে মোট ২৪৬টি বুথ রয়েছে। কমিশন জানাচ্ছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসাবে আইএএস অফিসার ই রবীন্দ্রনকে দায়িত্ব দিয়েছে কমিশন। শীঘ্রই তিনি রাজ্যে আসতে পারেন বলে কমিশন সূত্রে খবর। এছাড়াও পুলিশ পর্যবেক্ষক হিসাবে আসছেন ওমপ্রকাশ ত্রিপাঠি। অতিরিক্ত আরও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:Tripura Assembly Elections 2023: মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ত্রিপুরায় লড়াইয়ে ২৫৯ প্রার্থী

একুশের নির্বাচনের পর এরাজ্যে যে কয়েকটি উপনির্বাচন হয়েছে সব কটিতেই জয়ী হয়েছে শাসকদল। আসন্ন পঞ্চায়েতে ভালো ফল করার আশায় রয়েছে বিজেপি (BJP)। তবে সেই লড়াই যে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে তা ভালোভাবেই বুঝতে পারছেন পদ্ম নেতারা। কারণ, একুশের ভোটের পর বেশ কয়েকটি উপনির্বাচনেও সাফল্যের মুখ দেখেনি বিজেপি (BJP)। দিনহাটায় একুশের বিধানসভা ভোটে জেতার পরেও নিশীথ প্রামাণিক সাংসদ পদে থেকে যাওয়ায় উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে গোহারা হারেন  বিজেপি প্রার্থী।  ওই কেন্দ্রে বিপুল ভোট জয়ী হন তৃণমূলের উদয়ন গুহ। একইভাবে শান্তিপুরের উপনির্বাচনেও বিজেপির জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল। বাকি দুই কেন্দ্র খড়দহ ও গোসাবার  উপনির্বাচনেও জয় পায় জোড়াফুল।

 এবার ফের একবার উপনির্বাচন ( By-Election) হতে চলেছে এ রাজ্যে (West Bengal)। এবার মুর্শিদাবাদের সাগরদিঘি (Saghardighi ) বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ( By- Election)। এই কেন্দ্রে একুশের ভোটে জয়ী প্রার্থী সুব্রত সাহা (Subrata Saha) রাজ্য মন্ত্রিসভারও সদস্য হয়েছিলেন। তবে ২০২২-এর ২৯ ডিসেম্বর হৃদরে্াগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সেই কারণেই এই কেন্দ্রে এবার উপ নির্বাচন হবে। সাগরদিগিতে এবার তৃণমূলের (TMC) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি পদে রয়েছেন তিনি। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রে বিজেপির (BJP) বাজি দিলীপ সাহা। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন দিলীপ সাহা। ২০১৬-র বিধানসভা ভোটে নবগ্রাম থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বামেদের কাছে হারতে হয়েছিল তাঁকে।

RELATED ARTICLES

Most Popular