Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকPakistan | Military Coup | পাকিস্তানে শীঘ্রই সামরিক অভ্যুত্থান ঘটতে পারে! কী...

Pakistan | Military Coup | পাকিস্তানে শীঘ্রই সামরিক অভ্যুত্থান ঘটতে পারে! কী বলছে আন্তর্জাতিক মহল?

Follow Us :

ইসলামাবাদ: দেশ এখন কার্যত দেউলিয়া (Bankrupt)। নতুন করে ঋণ (Loan) পাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (International Monetary Fund – IMF) সঙ্গে আলোচনাও ব্যর্থ হয়েছে। তার পরপরই বৈঠকে বসেছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা (Top Commanders)। অর্থ সঙ্কট (Economic Crisis), ব্যর্থ অর্থনীতি (Failed Economy) এবং অস্থিতিশীল রাজনৈতিক সঙ্কট (Volatile Political Crisis) চরম পরিস্থিতির সৃষ্টি করেছে পাকিস্তানে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, পাকিস্তানে সম্ভবত সামরিক অভ্যুত্থান (Military Coup) হতে চলেছে। গণতান্ত্রিক সরকার (Democratic Government) যেভাবে দেশের পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা (Situation and Law & Order) নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাতে সেনাবাহিনী ক্ষমতা হাতে তুলে নিতে পারে। 

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan Niazi, Former Prime Minister of Pakistan) সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিবাদ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে দেশে আইনের শাসনকেও। আদালতের নির্দেশ (Court Order) অমান্য করে ইমরান একের পর এক শুনানি (Hearing) এড়িয়েছেন। তাঁকে গ্রেফতার (Arrest) করতে এলে তাঁর সমর্থকরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, বিক্ষোভ দেখিয়েছে। আবার ইমরান যখন ইসলামাবাদে (Islamabad) এসেছেন আদালতে হাজিরা দিতে, তখন তাঁর লাহোরের (Lahore) বাড়িতে সশস্ত্র বাহিনী (Armed Forces) প্রবেশ করেছে, তাঁর বাড়ি থেকে হাতিয়ার উদ্ধার হয়েছে বলেছে দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর। ফলে পাকিস্তানে এখন টালমাটাল অবস্থা। না রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আর না অর্থনৈতিক অবস্থা। খবরে প্রকাশ, সমস্যা সমাধানে পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা হাতে তুলে নেওয়ার কথা ভাবছে। 

আরও পড়ুন: Rahul Gandhi | জেলে ভরুক, মারধর করুক, লড়াই থামবে না বলে মোদিকে হুঙ্কার রাহুলের 

প্রকাশিত রিপোর্ট বলছে, কয়েক বছর পর পরই পাকিস্তানে অর্থ সঙ্কট দেখা দেয়, দেশের হিংসামূলক (Violence) পরিস্থিতিও চরম পর্যায়ে পৌঁছেছে। একদিকে দেশে যখন রাজনৈতিক সঙ্কট চলছে, তখন সন্ত্রাসবাদী হানার ঘটনাও ঘটছে। গত জানুয়ারিতেই পাকিস্তানে বোমা হামলা হয়েছে। বলা হচ্ছে, পাকিস্তানের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা। করাচি (Karachi) এবং বালুচিস্তানে (Balochistan) আত্মঘাতী বোমা হামলায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। 

দেশের সবচেয়ে বড় ব্যর্থতা হল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা (Institutional Failure)। আইনের শাসন ব্যর্থ, গণতান্ত্রিক সরকার ব্যর্থ।

পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিস (Pakistan Institute for Peace Studies – PIPS) এই নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে। ইসলামাবাদের এই রিসার্চ অর্গ্যানাইজেশন (Islamabad-based Research Organisation) দেওয়া তথ্য অনুসারে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশে ২৭ শতাংশ সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। 

১৯৪৭ সালের ১৪ অগাস্ট স্বাধীনতা (Independence) পেয়েছিল পাকিস্তান। বিগত সাড়ে ৭৫ বছরে সেদেশে তিনবার সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে (১৯৫৮, ১৯৭৭ এবং ১৯৯৯)। সম্মিলিতভাবে পাকিস্তান চার দশক সেনা শাসনে কাটিয়েছে। আর অর্থনৈতিক সঙ্কট প্রসঙ্গে বললে, এই মুহূর্তে পাকিস্তানের উপর বাহ্যিক ঋণ ও দেনার (External Debt and Liability) বোঝা ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এই দেনার বোঝা সেদেশের জিডিপি (GDP)-র মাইনাস ৯৫.৩৯ শতাংশ।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনীতি বাহ্যিক ঋণের উপর নির্ভরশীল। দেশে কোনও শিল্প (Industry) নেই, রফতানির (Export) অবস্থাও খারাপ, তার উপর দেনার দায় বিপজ্জনক জায়গায় চলে গিয়েছে। ঋণের বোঝা যদি দেশের জিডিপির প্রায় ৯৬ শতাংশ হয়, তাহলে কোনও দেশের অর্থনীতির পক্ষেই সামলানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে বন্যা (Flood) সেদেশের সরকারের কোমর ভেঙে দিয়েছে।

আরও পড়ুন: Asteroid 2023 DZ2 | পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে দৈত্যাকার গ্রহাণু, বিপদ আছে কি? 

সেনা অভ্যুত্থানের সম্ভাবনা (Posibility of Army Coup)?

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, শীর্ষ কম্যান্ডারদের যে বৈঠক হয়েছিল, তাতে সামরিক খাতে বরাদ্দ কমানো নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রেই খরচ কমিয়েছে সরকার, সেইভাবে সামরিক বাহিনীর জন্যও বরাদ্দ কমেছে। সেটা কোনওভাবেই মেনে নিতে পারছে না সেনাবাহিনী।

যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, ১৪ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী এবং পুলিশ যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে এবং বিক্ষোভের মুখে পড়েছে, তাতে ভয় পেয়েছেন সেনা শীর্ষ কর্তারা। অনেকে আবার বলছেন, সেনা এটাকে অপমান হিসেবে দেখছে। 

রাষ্ট্রসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (United Nations Development Program) দেওয়া হিসাব অনুসারে, রাজনৈতিক শ্রেণি এবং সামরিক প্রতিষ্ঠানের (Political Class and Military Institution) পিছনে বিনামূল্যে-জমি ও অন্যান্য ছাড় (Freebies–Land and Other Concessions) বাবদ ১৭.৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে পাকিস্তান। প্রকৃতপক্ষে, নির্মাণ থেকে শুরু করে তেল আমদানি (Oil Import), বিভিন্ন খাতে নিজেদের স্বার্থ ছাড়াও দেশের রিয়েল এস্টেটের (Real Estate) ১০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে। 

আফগানিস্তানে মিটমাট সংক্রান্ত মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ (Ambassador Zalmay Khalilzad) সম্প্রতি বলেছিলেন, বেশ কিছু দেশ পাকিস্তানে বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছে, আইএমএফ অর্থ দেবে কিনা, তা নিয়েও ধন্দ রয়েছে। অর্থনীতিবিদদের বক্তব্য, পাকিস্তানের অবস্থা এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, তাতে খরচ কমিয়ে, বরাদ্দ কমিয়ে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়। দরকার বিনিয়োগ (Investment)। বর্তমান সরকার তা করতে ব্যর্থ। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে নির্বাচনও হতে পারে দেশে। কিন্তু ইমরানকে উচ্ছেদ করা হলেও, তাঁর দলের পিছনে বিপুল জনসমর্থন রয়েছে। এই অবস্থায় গভীর রাজনৈতিক সঙ্কটে দেশ, রাজনৈতিক মেরুকরণ (Political Polarization) হতে চলেছে আগামী দিনে। তার উপর দিন দিন হিংসা বাড়ছে দেশে। দেশের মানুষ ইতিমধ্যেই নাজেহাল অর্থনৈতিক সঙ্কটের জেরে। যে কোনও সময় পাকিস্তানে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে। তাই সম্ভাবনা দেখা দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। পাকিস্তান সম্ভবত চতুর্থবার সেনা অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থানের (Army Coup/Military Coup) দিকে এগোচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছে যুবভারতীতে
03:28
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | হয়নি পর্যটনের করিডোর, হয়নি পর্যটনের করিডোর
02:14
Video thumbnail
Abhishek Banerjee | 'বাংলাকে কলুষিত করার নিকৃষ্টতম চেষ্টা বিজেপির' : অভিষেক
01:38
Video thumbnail
Suvendu Adhikari | 'শুভেন্দু কেন বারবার সন্দেশখালিতে?' সন্দেশখালি নিয়ে শুভেন্দুকে নিশানা
02:41
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্য কী বললেন? দেখুন সিপিএমের AI ভিডিও
02:03
Video thumbnail
Sandeshkhali | 'সন্দেশখালির আন্দোলন তৈরি করা', ভাইরাল ভিডিয়ো
11:48
Video thumbnail
Mamata Banerjee | চাকদহে ভোট প্রচার থেকে কী বললেন মমতা, দেখুন ভিডিও
24:01
Video thumbnail
Loksabha Election 2024 | 'চুনাও কা পর্ব, দেশ কা গর্ব', ভোটদানে উৎসাহ দিতে বার্তা
00:58
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালি ঘটনার পর্দা ফাঁস, কী বললেন মুখ্যমন্ত্রী
48:01
Video thumbnail
Anandapur Police Station | আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্তকুমার মুখার্জি
02:02