Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsNagaland Firing: অগ্নিগর্ভ নাগাল্যান্ডে কারফিউ জারি, সেনার গুলিতে নিহত বেড়ে ১৪

Nagaland Firing: অগ্নিগর্ভ নাগাল্যান্ডে কারফিউ জারি, সেনার গুলিতে নিহত বেড়ে ১৪

Follow Us :

কোহিমা: নিরাপত্তা বাহিনীর গুলি চালানো (Firing in Nagaland)  নিয়ে উত্তেজনা বাড়ছে নাগাল্যান্ডে৷ ক্ষুদ্ধ গ্রামবাসীরা অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানোর পর আর ঝুঁকি নেয়নি প্রশাসন৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন জেলায় জারি করা হল কারফিউ৷ নাগাল্যান্ড বিজেপি-ও ভারতীয় সেনার অসম রাইফেলসের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছে৷  রবিবারের এই ঘটনাকে যুদ্ধ-অপরাধের সঙ্গে তুলনা করে বিজেপি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, উচ্চ পর্যায়ের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) এই ঘটনার তদন্ত করবে৷ শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই অগ্নিগর্ভ মন জেলা৷ রবিবার সন্ধে পর্যন্ত সেনা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৷ জখম বেশ কয়েক জন৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷

নাগাল্যান্ডের মুখ্যসচিব (স্বরাষ্ট্র) স্ক্রলডটইন-কে জানান, বিক্ষোভকারীরা ওই ক্যাম্পের বেশ কিছু অংশে ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। ভারতীয় সেনার অসম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে শনিবার নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মোট ১4 জন প্রাণ হারান। তার পর থেকেই উত্তপ্ত হয় মন জেলার পরিস্থিতি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকশো মানুষ অসম রাইফেলসের ক্যাম্পে নির্বিচারে ভাঙচুর চালাচ্ছেন।

শনিবার একটি পিক-আপ ভ্যানে করে ওটিঙে ফিরছিলেন গ্রামবাসীরা। খনি থেকে কাজ সেরে ফিরছিলেন তাঁরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই সন্ত্রাসবাদীদের ধরতে ওই এলাকায় অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গি ভেবে গ্রামবাসীদের লক্ষ করেই গুলি চালায় বাহিনী। দীর্ঘক্ষণ কোনও খবর না মেলায় নিহতদের পরিবার পরিজন তাঁদের খুঁজতে বেরোয়। এর পরই দেখা যায়, ট্রাকের উপর পড়ে রয়েছে মৃতদেহগুলি।

আরও পড়ুন: Nagaland : বুঝতে ভুল, নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল ১৩ গ্রামবাসীর, মৃত জওয়ানও

দুঃখপ্রকাশ করে সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই ঘটনা ও তার জেরে পরবর্তী ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ দুর্ভাগ্যজনক ভাবে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তার উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে৷ আইন অনুসারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে৷’ বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও নেইফিউ রিও তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mathurapur | পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগে হাইকোর্টের নির্দেশে FIR দায়ের TMC প্রার্থীর বিরুদ্ধে
02:03
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি! ৩-৪ রাউন্ড গুলি চলার অভিযোগ, আটক ১
10:53
Video thumbnail
Howrah | পঞ্চায়েত অফিসে চলল গুলি, আতঙ্কে কাঁটা সরকারি কর্মীরা!
05:31
Video thumbnail
Dev | রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, সঙ্গে দিলেন বিশ্ব উষ্ণায়ন নিয়ে বার্তা
02:53
Video thumbnail
Jamuria | জামুড়িয়ায় কারখানায় বিস্ফোরণে সিআইডি, যন্ত্রাংশ খুলে পড়ল পাশের বাড়িতে
04:23
Video thumbnail
Recruitment Scam | মুখ্যসচিবের কলম কাজ করছে না, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন মুখ্যসচিব
03:04
Video thumbnail
Sandeshkhali | 'রাজ্য সহযোগিতা করবে, আশা করে আদালত', হাইকোর্টে CBI -র সন্দেশখালি -রিপোর্ট পেশ
01:48
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ, গাছে গাছে জলের হাড়ি
02:15
Video thumbnail
৪টেয় চারদিক | বিজেপির কাছে বাংলা দুয়োরানি : মমতা
43:00
Video thumbnail
Tamluk | দেবাংশু, সৌমেন্দুদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তমলুকে
08:32