Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRadisson Blu Hotel: উদ্ধব বিদ্রোহী শিবিরে নির্দল বিধায়কের কেক কেটে জন্মদিন পালন

Radisson Blu Hotel: উদ্ধব বিদ্রোহী শিবিরে নির্দল বিধায়কের কেক কেটে জন্মদিন পালন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের দিকে এখন গোটা দেশের নজর। গুয়াহাটির পাঁচতারা হোটেল ব়্যাডিশন ব্লুতে বিক্ষুব্ধ শিবসেনার বিধায়করা ঘাঁটি গেড়েছেন। এই পরিস্থিতিতে হোটেলেই নির্দল বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকরের জন্মদিন পালিত হল ধুমধাম করে।

জন্মদিনের অনুষ্ঠানটির মোবাইলে রেকর্ড করেছেন তাঁদেরই এক সহযোগী। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিন্ডে এবং অন্য নেতাদের উপস্থিতিতে ভান্ডারা জেলার বিধায়ক নরেন্দ্র ভোন্ডেকর তাঁর জন্মদিনের কেক কাটছেন। একইসঙ্গে দেখা যাচ্ছে কেক কাটার পর একনাথ শিন্ডে আবার ভোন্ডেকরকে এক টুকরো কেকও খাইয়ে দিচ্ছেন।

মহারাষ্ট্র থেকে গুজরাত হয়ে শিন্ডে শিবিরের আপাতত ঠাঁই গুয়াহাটির এই হোটেলে।এখান থেকেই উদ্ধব শিবিরকে শাসিয়ে চলেছেন একনাথ শিন্ডে। অন্যদিকে মুম্বই থেকে উদ্ধব-সহ তাঁর সাঙ্গপাঙ্গরা হুমকি দিয়ে চলেছেন বিদ্রোহীদের। এই পরিস্থিতিতে এক বিধায়কের জন্মদিনকে ঘিরে শিন্ডে শিবিরে খানিক বিনোদনের বাতাস বয়ে গেল এদিন।

বুধবার ভোরে সুরাট থেকে চার্টার্ড বিমানে চেপে গুয়াহাটি পৌঁছন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা৷ তাঁদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় উত্তর-পূর্ব ভারতের অন্যতম বিলাসবহুল ব়্যাডিশন ব্লু হোটেলে৷ বিমানবন্দরে নামার পর কড়া পুলিসি নিরাপত্তায় বিধায়কদের নিয়ে যাওয়া হয় সেখানে৷

আরও পড়ুন- By Election 2022: দিল্লি, অন্ধ্র, ঝাড়খণ্ড উপনির্বাচনে হার বিজেপির, কিছুটা মুখরক্ষা ত্রিপুরায়

তারপর থেকে হোটেলেই সময় কাটাচ্ছেন শিবসেনার বিধায়করা৷ বাইরের কোনও লোকের হোটেলে প্রবেশের অনুমতি নেই৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে নতুন কোনও বুকিংও নিচ্ছে না হোটেল কর্তৃপক্ষ৷ বন্ধ রয়েছে হোটেলের ব্যাঙ্কোয়েট হল৷

RELATED ARTICLES

Most Popular