Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSonia Gandhi: ৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া

Sonia Gandhi: ৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।  ৮ দিন পর সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।  গত ১২ জুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।  হাসপাতালে ভর্তি হওয়ার পরেই নাক দিয়ে ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে।  হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দ্রুত চিকিৎসা শুরু হয়। মাঝে তাঁর একটি ছোট অস্ত্রোপচারও হয়।

এদিন সন্ধ্যায় AICC-র জনসংযোগ সেলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে জানান, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ সন্ধ্যায় স্যার গঙ্গারাম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত ২ জুন করোনা ধরে পড়ে সোনিয়ার৷ ১২ জুন তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক জটিলতার কারণে সোনিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে৷ তবে সোনিয়া এখন স্থিতিশীল৷ তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা৷

ন্যাশানাল হেরাল্ড মামলায় ১৩ জুন সনিয়াকে তলব করেছিল ইডি।  তলবের নোটিশ পাওয়ার পরই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, করোনায় আক্রান্ত হলেও শরীর ার বেশি অসুস্থ না হলে তিনি ইডির দফতরে হাজিরা দেবেন। এরই মধ্যে ১২ জুন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ফলে তিনি ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য ২৩ জুন পর্যন্ত সময় চেয়েছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সনিয়া গান্ধী ইডি দফতরে হাজিরা দিতে পারেন।

আরও পড়ুন- Jairam Ramesh: ‘স্বৈরাচারী মোদি সরকারের লড়াই চলবে’, টুইট কংগ্রেস নেতা জয়রাম রমেশের

RELATED ARTICLES

Most Popular