Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPM Modi: সরকারের কিছু সিদ্ধান্ত তিক্ত মনে হলেও তা ভবিষ্যতের জন্য ভালো,...

PM Modi: সরকারের কিছু সিদ্ধান্ত তিক্ত মনে হলেও তা ভবিষ্যতের জন্য ভালো, অগ্নিপথ বিতর্কে মন্তব্য মোদির

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সরকারের কিছু সিদ্ধান্ত তিক্ত মনে হলেও তা ভবিষ্যতের জন্য ভালো। আজ, সোমবার বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অগ্নিপথ প্রকল্প সম্পর্কে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর কল্যাণের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নেয়। বর্তমান সময়ের প্রেক্ষিতে সেগুলি তিক্ত মনে হলেও, ভবিষ্যতে ওই সমস্ত প্রকল্পের সুফল লাভ করবে আমজনতা।’

রবিবারও অগ্নিপথ নিয়ে মুখ খোলের প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘দেশের নাগরিকদের ভালোর জন্য সরকার নানা প্রকল্পের পরিকল্পনা করে। তাতে রাজনীতির রং লেগে গেলে আসল উদ্দেশ্য ব্যাহত হয়।’ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। যদিও কেন্দ্র পাল্টা জানিয়ে দিয়েছে, অগ্নিপথ ইস্যুতে পিছু হঠার কোনও পরিকল্পনা নেই। রবিবার সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জুন থেকেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনা বাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনা বাহিনীতে স্থায়ী পদে যোগদান করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে।

আরও পড়ুন: Mamata-Suvendu: নাম না করে বিধানসভায় শুভেন্দুকে দাদামণি বলে কটাক্ষ মমতার

RELATED ARTICLES

Most Popular