Placeholder canvas
Homeবিনোদনফের মা হচ্ছেন অনুষ্কা! স্পষ্ট 'বেবে বাম্প'

ফের মা হচ্ছেন অনুষ্কা! স্পষ্ট ‘বেবে বাম্প’

মুম্বই: দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)! বহুদিন ধরেই জোর চর্চা চলছে বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান আসার খবর নিয়ে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনায় কার্যত শিলমোহর পড়ল। বিরাট অনুষ্কার প্রথম কন্যাসন্তান ভামিকা, বয়স ২ বছর।

সূত্রের খবর, কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। সেই সময়ে পাপারাৎজিদের সঙ্গে কথা বললেও ছবি তুলতে বারণ করেন তারকা দম্পতি। তবে ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁদের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বেবি বাম্প সামলে হাঁটছেন অনুষ্কা শর্মা। তবে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে টিম ইন্ডিয়ার হোটেলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন: ‘মধুচন্দ্রিমায়’ অভিনেত্রী শ্রীপর্ণা কোথায় যাচ্ছেন?

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেই সময়েও সন্তান জন্মের খবর বেশ গোপন রেখেছিলেন তারকা দম্পতি। এবারও সেই পথেই হাঁটছেন তাঁরা। তবে ভক্তদের অনুমান, বিশ্বকাপ শেষ হওয়ার পরেই হয়তো বাবা হওয়ার খবর ঘোষণা করবেন বিরাট।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments