skip to content

skip to content
HomeScrollদুই দিনে ১০ লক্ষ বিক্রির রেকর্ড পূর্ব বর্ধমানের জামালপুর বইমেলায়

দুই দিনে ১০ লক্ষ বিক্রির রেকর্ড পূর্ব বর্ধমানের জামালপুর বইমেলায়

মাত্র দুদিনে অত বই বিক্রি! উচ্ছ্বসিত বিক্রেতারা

Follow Us :

পূর্ব বর্ধমান: ডিজিটাল যুগে যেখানে মোবাইল, কম্পিউটার নিয়ে পড়ে থাকেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। বিভিন্ন সময় শোনা যায় বই বিমুখ হয়ে পড়ছে বর্তমান সমাজ। সেই জায়গায় দাঁড়িয়ে জামালপুরে অনুষ্ঠিত পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা বইমেলায় (Book Fair) বলা যেতে পারে নতুন রেকর্ড হল। দু’দিনে বিক্রি হল প্রায় ১০ লক্ষ টাকার বই। গ্রামাঞ্চলে বইমেলার এই ধরনের সাফল্যে উচ্ছ্বসিত বইমেলা কর্তৃপক্ষ।

সবে মাত্র দুদিন শুরু হয়েছে জামালপুর বইমেলা। এতেই প্রচুর লোক সমাগম হচ্ছে। স্কুলের কচি কাঁচারা যেমন আছে, তেমনি আছেন এলাকার বইপ্রেমী মানুষ। ব্লকে এই প্রথম বইমেলা তাই সাধারণ মানুষের একটা আলাদা আবেগ কাজ করছে। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বইমেলায়। যেখানে সব সময়ই বলা হয় নতুন প্রজন্মের ছেলেরা সোশ্যাল মিডিয়া নির্ভর। বইয়ের সঙ্গে সেরকম তাদের সম্পর্ক নাই। কিন্তু গত দুদিনের বই মেলায় বই বিক্রির যে পরিমাণ তাতে সেই ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে। কয়েক লক্ষ টাকার বই বিক্রি হয়েছে এই দুদিনে।  ছাত্র ছাত্রী বা অধ্যাপক অধ্যাপিকা কিংবা জেলা লাইব্রেরি কর্মী সবাই এই বই মেলা নিয়ে আশাবাদী। দীর্ঘ দিন ধরে জামালপুরবাসীর দাবি ছিল এই বইমেলার।

আরও পড়ুন: জেলাপরিষদের সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান রাজ্যের মুখ্যমন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী এবং জেলার গ্রন্থাগার ও প্রশাসনের সবাইকে এবং বিধায়ককে ধন্যবাদ জানান জামালপুরে জেলা বইমেলা দেওয়ার জন্য। তিনি নিজে ব্যক্তিগত ও প্রশাসনিক ভাবে চেষ্টা করছেন এই বইমেলাকে সফল করার জন্য। দুদিনে বই বিক্রির যা বহর তাতে তাঁরা সকলেই আশাবাদী এই মেলা সফল হবেই।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular