skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollগ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী
Satabdi Roy

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী

ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলারা

Follow Us :

সিউড়ি: নির্বাচনী শেষ প্রচারে গিয়েও গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। এর আগেও পানীয় জল সহ একাধিক সমস্যার জন্য গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। ফের রাস্তা, পানীয় জলের সমস্যা নিয়ে তাঁর সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

আগামী ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন বীরভূমে। আজ, শনিবার ছিল তার শেষ প্রচার। এদিন সকালে সিউড়ি মহকুমার পুরন্দপুরে নির্বাচনী প্রচার শুরু করেন শতাব্দী রায়। মহম্মদবাজার ব্লকে মগদমনগর গ্রামে ঢুকতেই গ্রামবাসী মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী।

আরও পড়ুন: দিলীপ ঘোষের রোড শোতে উত্তেজনা

এদিন এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়েন তিনবারের সাংসদ শতাব্দী। এর আগেও তিনি ক্ষোভ বিক্ষোভের মুখে পড়েছেন নির্বাচনী প্রচারে। কখনও তাতে মেজাজ হারিয়েছেন। আর এবার মহম্মদবাজার ব্লক এলাকার মগদমনগর গ্রামে ক্ষোভের মুখে পড়তে হল সেই শতাব্দী রায়কে। পানীয় জলের সমস্যা। এলাকায় উন্নয়ন হয়নি, রাস্তাঘাট খারাপ। এই সমস্ত বিষয়ে শতাব্দী রায়ের সামনে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলারা। তাঁদের দাবি, শতাব্দী রায় তাঁদের কথা শুনতেই পাচ্ছেন না।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular