skip to content

skip to content
HomeখেলাFA Cup | Manchester Derby | হেরে গিয়েও দলের খেলায় খুশি ম্যান...

FA Cup | Manchester Derby | হেরে গিয়েও দলের খেলায় খুশি ম্যান ইউ কোচ! 

Follow Us :

লন্ডন: চির-প্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) কাছে এফএ কাপ ফাইনালে (FA Cup Final) হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। এই হারে স্পষ্টতই বিমর্ষ ম্যান ইউয়ের কোচ এরিক টেন হাগ (Eric Ten Hag)। তবে দলের খেলায় তিনি অখুশি নন। বরং তিনি বললেন, সিটির এই ভয়ঙ্কর দলের বিরুদ্ধে একমাত্র তাঁর দলই লড়াই করার ক্ষমতা রাখে। 

ম্যাচের পর টেন হাগ বলেন, এফএ কাপ জেতায় আমি সিটিকে অভিনন্দন জানাতে চাই। তবে আমার মনে হয় দুই দলের ব্যবধান ছিল খুব কম, সমানে সমানে লড়াই হয়েছিল। আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছি। এই মুহূর্তের সম্ভবত সেরা দলকে আমরা ওপেন প্লে করতে দিইনি। দ্রুত গোল খেয়ে যাওয়ার পরেও আমরা ফিরে এসেছি। আমার মনে হয় সিটির এই দলের বিরুদ্ধে লড়াই করার মতো দল পৃথিবীতে আমরা। তাই হ্যাঁ, আমি দলের পারফর্ম্যান্সে খুশি। 

আরও পড়ুন: Shubhman Gill | শুভমানে মুগ্ধ ক্রিকেট দুনিয়া, পাত্তা দিচ্ছেন না গ্রেগ চ্যাপেল 

খুব ভুল বলেননি ম্যান ইউ কোচ। পেপ গুয়ার্দিলার (Pep Guardiola) ছেলেরা যে ফুটবল খেলছে তার তুলনা নেই। আর্সেনাল (Arsenal), রিয়াল মাদ্রিদ (Real Madrid), বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মতো শক্তিশালী দলদের নিয়ে ছেলেখেলা করেছে। ছোট বড় সব দলের বিরুদ্ধেই গোলের বন্যা দেখা গিয়েছে। এফএ কাপ ফাইনালে ম্যান ইউ তাদের সামনে দাঁড়াতে পারবে কি না সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। কিন্তু দেখা গেল, দাঁড়ানো শুধু নয়, সিটিকে বেশ চাপ দিয়েছে ইউনাইটেড। সিটি জিতছে ২-১ গোলে। দুটো গোলই হয়েছে অদ্ভুতভাবে। 

ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) আগেই জেতা হয়ে গিয়েছে, বাকি রয়েছে আর একটাই ম্যাচ– চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (UCL Final)। ১১ জুন রাতে ইন্টার মিলানকে (Inter Milan) হারাতে পারলেই ইতিহাস সৃষ্টি করবে ম্যান সিটি। 

একই মরশুমে সেরা ইপিএল, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার কৃতিত্ব ইংলিশ ক্লাবগুলোর মধ্যে শুধুমাত্র একটারই আছে এবং তাও একবারই। ১৯৯৮-৯৯ অসাধ্য সাধন করে অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ। তারপর কেটে গিয়েছে দুই দশকেরও বেশি সময়। সিটির সামনে সুবর্ণ সুযোগ। কেভিন ডি ব্রুইনা, এর্লিং হালান্ডরা যে ফর্মে আছেন তাতে এই মুহূর্তে ইউরোপের দল বললে ভুল হবে না। কাজেই চ্যাম্পিয়ন্স লিগটাও সিটির ট্রফি ক্যাবিনেটে ঢুকবে, এটাই প্রত্যাশিত।     

RELATED ARTICLES

Most Popular