Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsলঙ্কাজয় নিয়ে নো-চিন্তা, উৎসবের মেজাজে ওয়াংখেড়ে  

লঙ্কাজয় নিয়ে নো-চিন্তা, উৎসবের মেজাজে ওয়াংখেড়ে  

Follow Us :

মুম্বই: মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবিস্মরণীয় ছয়ে ২৮ বছর বিশ্বকাপ জিতেছিল ভারত (India)। সেই ঘটনার পর এক যুগ পেরিয়ে গিয়েছে, তারপর আর বিশ্বকাপ আসেনি। ২০১১-র রাতে সেই ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা (Sri Lanka), বৃহস্পতিবারও সেই ওয়াংখেড়ে আর সেই শ্রীলঙ্কা। তবে সেদিন আর এদিনের মধ্যে তফাত রয়েছে।

২০১১-র শ্রীলঙ্কা দলে ছিলেন তিলকরত্নে দিলশান, কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara), মাহেলা জয়বর্ধনে এবং সর্বোপরি মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralidharan)। আজকের লঙ্কাবাহিনী তার তুলনাতেই আসে না। ব্যাটিং হোক কিংবা বোলিং, সেই অর্থে কোনও তারকা নেই। অন্য দিকে এই ভারতীয় দলে প্রত্যেকেই তারকা। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) তো মহাতারকার মর্যাদা পান।

আরও পড়ুন: অভিধানে ‘বাজবল’, আবর্জনা বললেন অজি ক্রিকেটার  

 

ফর্মের বিচারেও দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাত। ছয় ম্যাচের ছ’টাই জিতেছে ভারত। সেখানে ছয় ম্যাচে মাত্র দুটো জিতে লিগ টেবিলে সাত নম্বরে ধুঁকছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হারতে হয়েছে। ফলে কুশল মেন্ডিসদের (Kushal Mendis) মনোবল তলানিতে। অপরাজিত ভারতের বিরুদ্ধে তাদের জয়ের সম্ভাবনা দেখছে না কেউ। বরং আজকের ম্যাচ ঘিরে ভারতীয় সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ।

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে উন্মোচিত হয়েছে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মূর্তি। পূর্ণাবয়ব মূর্তি বসেছে তাঁর নামের স্ট্যান্ডের কাছেই। নুয়ান কুলাশেকারাকে মারা ধোনির সেই ঐতিহাসিক ছয় যেখানে গিয়ে পড়েছিল, সেখানে দুটি দর্শকাসনকে আলাদাভাবে রাঙিয়ে তোলা হয়েছে। সেটাও এখন মুম্বইয়ের এক দর্শনীয় স্থান। শ্রীলঙ্কাকে হারানো নিয়ে খুব একটা চিন্তা নেই কারও। ‘ও হয়ে যাবে’ এমন একটা মুড।

RELATED ARTICLES

Most Popular