Placeholder canvas

Placeholder canvas
HomeScrollফের বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা পড়তে অপেক্ষা কত দিন?

ফের বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা পড়তে অপেক্ষা কত দিন?

শীতের বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

Follow Us :

কলকাতা: নভেম্বর মাস পড়ে গিয়েছে। তবুও শীতের দেখা মিলছে না। কখনও গরম, কখনও ঠাণ্ডা, এমনই আবহাওয়া (Weather) দেখা যাচ্ছে, কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের (SouthBengal) জেলাগুলিতে। কিন্তু কবে পড়বে শীত? রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাহলে কি এরপরই পড়বে শীত? হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ১-২ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও তারপরে রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস। আপাতত তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তন থাকবে না। প্রায় ৪ থেকে ৫ দিন পর তাপমাত্রা কমতে পারে।

আপাতত ২ দিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে ৩ তারিখ নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত কলকাতার তাপমাত্রা রাতের দিকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকবে। তবে ৭ তারিখ নাগাদ কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান, বেটিং চক্রে ধৃত ৩

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ২ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবাহাওয়াই থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা দিতে পারে। এরপর ৩ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে ৩ তারিখ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। ৪ তারিখ নাগাদ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তাপমাত্রারও বিশেষ পরিবর্তন আগামী ৪ থেকে ৫ দিনে দেখা যাবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত ৪ থেকে ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ৩-৪ তারিখ নাগাদ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জায়গায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে শুষ্ক আবহাওয়া। একইসঙ্গে উত্তরবঙ্গেও আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রারও বিশেষ কোনও পার্থক্য দেখা যাবে না।

দেখুন আরও অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular