হাড়োয়া: হাড়োয়ার দাপুটে সিপিএম নেতার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ওই সিপিএম নেতার নিজের ঘর থেকে দেহ উদ্ধার হয়। আত্মহত্যা নাকি খুন তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার খাস বালন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই সিপিএম নেতার নাম ভুবন মণ্ডল,বয়স ৭২।
স্থানীয় সূত্রে খবর, ভুবন হাড়োয়া পঞ্চায়েত সমিতির একবারের সিপিএমের সভাপতি, খাস বারান্দা গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান, ২০১৭ সালে হারোয়ার লোকাল কমিটির সম্পাদক ছিলেন। এমনকী ওই এলাকায় দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন ভুবন। তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে নিজের ঘর থেকে। স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছেন। তিনি একাই বাড়িতে থাকতেন। কয়েক বছর ধরে নার্ভের রোগে অসুস্থ ছিলেন তিনি। কী কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অবশেষে ডায়মন্ড হারাবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির