Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচালকের ঘুম, দুর্ঘটনার কবলে কনেযাত্রীর বাস

চালকের ঘুম, দুর্ঘটনার কবলে কনেযাত্রীর বাস

Follow Us :

তুফানগঞ্জ: বৃহস্পতিবার ভোড়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই বাস। গতকাল রাতে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ছাটরামপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় রাস্তার পাশে জমিতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় একাধিক বাস যাত্রী আহত হন। ঘটনার পর থেকে পলাতক বাসচালক।

স্থানীয় সূত্রে খবর, রাত হয়ে যাওয়ায় বাসের চালক ঘুমিয়ে পড়েন। তাই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৌ-ভাতের অনুষ্ঠান সেরে জয়গা থেকে কন্যাযাত্রী বোঝাই বাসটি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাগারখানা এলাকায় ফিরছিল। সেই সময় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ছাটরামপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় বাসের চালক ঘুমিয়ে পড়েন। এরপরই বাসটি ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে। তবে ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: পোকার আক্রমণ নাকি রোগ, ক্ষতির মুখে কৃষকেরা

RELATED ARTICLES

Most Popular