Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee | মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে বিচারপতির দৃষ্টি আকর্ষণ

Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে বিচারপতির দৃষ্টি আকর্ষণ

Follow Us :

কলকাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হল। বুধবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি টি এস শিভঘ্ননমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে  আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আবেদন জানানো হয়। আগামিকাল, বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ  দিয়েছেন বিচারপতি।

মঙ্গলবার আলিপুর আদালতে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই উঠে আসে নিয়োগ দূর্নীতি মামলার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো আইনজীবীদের  উপরই নির্ভরশীল। বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই, অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত স্বীকৃত সেই অধিকারের কথা বলছি। এর পর মমতা আরও বলেন, আমি যদি অন্যায় করি, আপনারা গালে দুটো চড় মারুন। আমি কিচ্ছু মনে করব না। আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তা হলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই। এর পরেই হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের উদ্দেশে বলেন, প্রধান বিচারপতি নেই। সুব্রত দা এখানে আছেন। আপনি বিষয়টা একটু দেখবেন। এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।  

আরও পড়ুন: Anubrata Dughter Sukanya| দিল্লিতে ইডি দফতরে হাজিরা এড়ালেন কেষ্ট-কন্যা 

মঙ্গলবারের মুখ্যমন্ত্রীর ভাষণের একাধিক অংশ উল্লেখ করে অভিযোগ করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী যে সব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননা মামলা করুক।  

এদিকে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিকাশ ভট্টাচার্য যেন বেশি বিকশিত না হন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার একজন সচেতন নাগরিক হিসেবে আলিপুরে তাঁর আবেগের কথা তুলে ধরেছিলেন। তিনি এমন কিছু বলেননি যে, আদালত অবমাননার অভিযোগ আনতে হবে। মন্ত্রীর অভিযোগ, সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে চাকরি প্রার্থীদের আন্দোলন সব কিছুতেই বিকাশ বাবু অতিসক্রিয় দেখাচ্ছে। বিকাশ বাবুর মনে রাখা উচিত তিনি একজন সাধারণ নাগরিক।    

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বেআইনিভাবে চাকরি পাওয়া অনেকের চাকরি চলে গিয়েছে। চাকরি খোয়ানো এমন অনেক প্রার্থী ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালিকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হওয়ার কথা। এ ছাড়াও এসএসসির, গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশমের বেশ কিছু মামলাও বিচারপতি তালুকদারের  বেঞ্চেই বিচারাধীন রয়েছে।

আলিপুরের ওই অনুষ্ঠানে মঙ্গলবার মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকাল কথায় কথায় তিন-চার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে। এ সব দেখে ভাবছি, এরপর থেকে আমি নিজেই সওয়াল করব। আসলে সময় পাচ্ছি না। নিজে সওয়াল করলে অন্তরের অনেক কথা নিজের মতো করে বলতে পারব। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15