skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeBig newsঘরের মাঠে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে মোহনবাগান  
Mohun Bagan SG

ঘরের মাঠে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে মোহনবাগান  

দর্শকঠাসা যুবভারতীর শব্দব্রহ্ম আজও তাদের শক্তি জোগাবে

Follow Us :

কলকাতা: আর একটা পদক্ষেপ, একটা বাধা, একটা ম্যাচ। ২৮ এপ্রিল যুবভারতীতে যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হলেই আইএসএল (ISL 2023-24) কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan SG)। মরসুমের শুরুতে ডুরান্ড কাপ (Durand Cup) এসেছে, ২৮ এপ্রিল এল আইএসএল লিগ-শিল্ড (ISL League-Shield)। আজ, শনিবার মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) হারাতে হারালেই ত্রিমুকুট জিতবে সবুজ-মেরুন। দর্শকঠাসা যুবভারতীর শব্দব্রহ্ম আজও তাদের শক্তি জোগাবে।

লিগ-শিল্ড নির্ধারণের ম্যাচে এগিয়ে ছিল মুম্বই। সে ম্যাচ তাদের ড্র করলেই চলত, কিন্তু মোহনবাগানকে জিততেই হত। আজ কাপ ফাইনাল, ফলে দুই দলের অবস্থান সমান। কাজেই আন্তনিও হাবাসের (Antonio Habas) দলকে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে হবে এমন না। বরং প্রতিপক্ষকে মেপে নেওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন: ম্যাচ জিতিয়েই তীর্যক মন্তব্য মিচেল স্টার্কের!  

সেমিফাইনালে বাগানের যে দল নামানো হয়েছিল, ফাইনালে সেই দলই নামাতে পারেন হাবাস। পরিবর্তন হলে সাহাল আবদুল সামাদকে (Sahal Abdul Samad) শুরু থেকে খেলানো হতে পারে। সেমিতে পরিবর্ত হিসেবে নেমে জয়সূচক গোল করেন তিনি। সাহাল খেললে বেঞ্চে বসতে হবে অনিরুদ্ধ থাপাকে। মাঝমাঠে জনি কাউকো থাকছেনই।

 

আজ মোহনবাগানের চার বিদেশিও পাকা। রক্ষণে হেক্তর ইউস্তে, মাঝমাঠে কাউকো, আক্রমণে দিমিত্রি পেত্রাতস ও জেসন কামিংস। নির্বাসনের জেরে ফাইনালেও নেই আর্মান্দো সাদিকু, ফলে বাড়তি দায়িত্ব নিতে হবে আক্রমণ ভাগের দুই বিদেশির। এদিকে ইতিউতি শোনা যাচ্ছে, মোহনবাগান জার্সি গায়ে নাকি শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাদিকু।

মুম্বইয়ের দল ভীষণ শক্তিশালী। বিশেষ করে ডান প্রান্ত ধরে বাঁ-পায়ের লালিয়ানজুয়ালা ছাংতে রক্ষণে আতঙ্ক ছড়ান। আজ তাঁকে আটকানোর দায়িত্ব অধিনায়ক শুভাশিস বসুর (Shubhashis Bose)। তিনি যদি বেশি ওভারল্যাপে যান তবে চাপে পড়তে পারে বাগান ডিফেন্স। হাবাস নিশ্চয়ই সেই বিষয় নিয়ে প্রস্তুতি সেরেছেন। ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় ম্যাচ শুরু।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular