Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাবঙ্গে শীতের আমেজ, নিম্নচাপ সরতেই নামল তাপমাত্রা

বঙ্গে শীতের আমেজ, নিম্নচাপ সরতেই নামল তাপমাত্রা

Follow Us :

কলকাতা : রাজ্য জুড়েই মনোরম পরিবেশ। ছ’দিন পর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচে। রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমবে। তবে, শুক্রবারের পর পরিবর্তন হতে পারে আবহাওয়ার। নিম্নচাপের জেরে দাপট বাড়বে পুবালি হাওয়ার। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানান, ফের উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী কয়েকদিন সামান্য হলেও নামবে তাপমাত্রার পারদ। মনোরম আবহাওয়া তৈরি হবে। তবে, সপ্তাহান্তে ফের পরিবর্তন হবে আবহাওয়ার।

আরও পড়ুন : আদালতের জট কাটলেই দু’মাসের মধ্যে শিক্ষক নিয়োগ রাজ্যে, বিধানসভায় দাবি দাবি ব্রাত্যর

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা কমায় রাত ও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকতে চলেছে। কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ ফিরবে ভোরবেলায়। বুধবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামিকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার তামিলনাড়ু উপকূলে পৌঁছবে অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় যা আরও শক্তিশালী হবে। আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, রাজস্থানে তাপমাত্রা বাড়তে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, কর্ণাটক, গোয়ায়।

RELATED ARTICLES

Most Popular