HomeCurrent NewsDress Code: কলকাতা টিভি ডিজিটালের খবরের জের, স্কুলে শাড়ি পরে আসার ‘ফতোয়া’...

Dress Code: কলকাতা টিভি ডিজিটালের খবরের জের, স্কুলে শাড়ি পরে আসার ‘ফতোয়া’ প্রত্যাহার

Follow Us :

নরেন্দ্রপুর: কলকাতা টিভি ডিজিটালের খবরের জের৷ বিতর্কের মুখে পোশাক ফতোয়া প্রত্যাহার করল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। সোমবার দুপুরে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধিদের বৈঠকে নির্দেশিকা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়৷ তাতে খুশি শিক্ষিকারা।

সম্প্রতি সালোয়ার কামিজ নয়, শাড়ি পরেই শিক্ষিকাদের আসতে হবে স্কুলে৷ নচেৎ স্কুলে প্রবেশ করা যাবে না৷ নরেন্দ্রপুর থানার অন্তর্গত বনহুগলির বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুল কর্তৃপক্ষ এমন ফতোয়া দেয়৷ বিষয়টি নিয়ে তাঁরা জেলার ডিআই এবং এসআইয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ তরপরই বিতর্ক শুরু হয়৷  

আরও পড়ুন: শনি,রবি ছুটি, সোম থেকে শুক্র খুলবে ক্লাস রুম, জানাল শিক্ষা দফতর

গত ১৭ নভেম্বর স্কুল পরিচালন সমিতি একটি বৈঠক ডেকেছিল৷ সেখানে ওই ফতোয়া জারির সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরিচালন সমিতির মনে করে, শিক্ষিকাদের স্কুলে সালোয়ার পরে আসা উচিৎ নয়৷ সালোয়ার-কামিজ কখনই শাড়ির বিকল্প হতে পারে না৷ তাছাড়া এই স্কুলের চিরাচরিত রীতি রয়েছে শিক্ষিকাদের শাড়ি পরে স্কুলে আসার৷ সেখানে শিক্ষিকারা সালোয়ার কামিজ পরে স্কুলে এলে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানকে কলুষিত করা হবে৷ যা হতে দিতে নারাজ বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলের পরিচালন সমিতি৷ 

আরও পড়ুন: বিমান অবতরণে জটিলতা, সোমবারই ত্রিপুরায় অভিষেক

ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা পরে হোয়াটসঅ্যাপ করে শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয়৷ সেই নির্দেশ দেখার পরই অসন্তোষ ছড়িয়ে পড়ে শিক্ষিকা মহলে৷ নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক শিক্ষিকা জানান, কেউ কেউ এই ফতোয়াকে ‘হিটলারি নির্দেশ’ বলে তোপ দাগেন৷ তাঁদের মতে, স্থানীয় মানুষ ও পড়ুয়াদের অভিভাবকদের চাপে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে স্কুল৷ ২১ শতকে এসে এই ধরনের ফতোয়া জারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা৷

 

RELATED ARTICLES

Most Popular