Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsRCB vs LSG: ব্যর্থ বিরাটই মাঠের নেতা, দল জেতায় বেশি খুশি

RCB vs LSG: ব্যর্থ বিরাটই মাঠের নেতা, দল জেতায় বেশি খুশি

Follow Us :

তিনি আর দলের নেতা নন। ব্যাট হাতে সফল নন। শূন্য (০) রানে আউট হয়ে যাচ্ছেন। তবুও মুখে হাসি! এ কোন কোহলি! — এনিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছেন বেজায়। কিন্তু তবুও তিনি খুশি। কারণ নাকি , একটাই। তাঁর দল জিতছে। আর তাঁর পছন্দের নয়া নেতা ফাফ ডুপ্লেসিসের দাপট চলছেই। মঙ্গলবারের ম্যাচে, ডুপ্লেসিসের ধুন্ধুমার ব্যাটিংয়ে ভর করে ব্যাঙ্গালোর ১৮ রানে হারিয়ে দিল লখনউকে। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করে আরসিবি। আর সেই রান তাড়া করতে নেমে লখনউকে আটকে যেতে হল ৮ উইকেটে ১৬৩ রান তুলে। শেষ দফায় জস হ্যাজেলউডের বোলিং দাপটে ম্যাচ জেতা আর হয়নি রাহুলের দলের।

একটা ব্যাপার মাথায় ঢুকছে না। কোহলি আর রোহিতের হলটা কি! এদের মধ্যে কাকে সবচেয়ে অসফল বলা যায়? এঁরা যেন একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন।

লখনউয়ের বিরুদ্ধে খেলতে নেমে কোহলি প্যাভিলিয়নে ফিরে যান রানের খাতা না খুলেই। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ওপেনার অনুজ রাওয়াত আউট হওয়ার পরে ব্যাট করতে আসেন কোহলি। আর দুষ্মন্ত চামিরার প্ৰথম বলেই কোহলি পয়েন্টে দীপক হুডার হাতে ক্যাচ তুলে দিলেন তারকা বিরাট।

মাঠে নেতা সেই ভিকেই।

এখনও পর্যন্ত কোহলি আইপিএলে বড় রানের খোঁজে লেগে থাকলেও, টানতে পারছেন না। ব্যাট মোটই তাঁর মতো করে কাজ করছে না । ৬ ম্যাচে আরসিবির হয়ে এখনও পর্যন্ত কোহলির রান মাত্র -১১৯। গড় ২৩.৮০। এই ম্যাচের আগে কোহলি দু-বার রান আউট হয়ে ফিরেছেন। আরসিবির প্রথম ম্যাচ ছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে করেছিলেন তিনি- ৪১ নট আউট। এছাড়াও মুম্বইয়ের বিপক্ষে ৪৮ করেছিলেন। মনে হচ্ছিল, এবারে আবার তাঁর রানের ঘোড়া ছুটিয়ে দেবেন। হচ্ছে কই!

ম্যাচে বলার মত ঘটনা পরপর দেখা যাক।
ওভার পিছু ৯ রান তাড়া করা মানেই, বড়সড় টার্গেট তাড়া করা। সেটা শুরু করতে নেমে লখনউ প্রথম থেকেই উইকেট খোয়াতে থাকে। আর উল্টো দিকে থাকা জস হ্যাজেলউড এবং হর্ষল প্যাটেলদের বিপক্ষে একমাত্র লড়াই যেটুকু করার করলেন ক্রুনাল পান্ডিয়া (২৮ বলে ৪২)। ক্যাপ্টেন রাহুলও ২৪ বলে ৩০ রান করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।জস হ্যাজেলউড ৪ টি এবং হর্ষল প্যাটেল ২টি উইকেট তুলে নেন।

টসে জিতে ম্যাচটিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। পাওয়ার প্লে-র মধ্যেই আরসিবি’ র শিবিরে চাপ তৈরি হয় (৪৮/৩ )। শ্রীলঙ্কার চামিরার পরপর দু-বলে আউট হয়ে যান রাওয়াত এবং কোহলি। ৩টি চার আর একটি ছক্কায় ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েলও আউট হন ক্রুনাল পান্ডিয়ার বলে।

একসময়, ৪ উইকেটে ৬২ রান বোর্ডে হয়ে যায়। এরপরে দলের হাল ধরেন ডুপ্লেসিস আর শাহবাজ আহমেদ (২২ বলে ২৬ রান)। নেতা ডুপ্লেসিস ৬৪ বলে ৯৬ রান করে দলকে ৬ উইকেটে ১৮১ রানে পৌঁছে দেন। তাঁর ইনিংসে ছিল ১১ টি বাউন্ডারি, আর এক জোড়া ছক্কা। সেঞ্চুরির ঠিক চার রান আগে তাঁকে ফিরতে হয় জেসন হোল্ডারের বলে আউট হয়ে।

দ্বিতীয় দফায় আরসিবি যখন ফিল্ডিং করছিল, তখন বিরাট-ডুপ্লেসিস দোস্তি বারবার চোখে পড়ছিল। অনেক সময়, কোহলি আবার নিজেই ফিল্ডিং পজিশন ঠিক করে দিচ্ছিলেন। এই জয়ের পর, কোহলিরা দুইয়ে। আর নয়া দল নিয়ে রাহুলরা চার নম্বরে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Purulia TMC | পুরুলিয়া শহরে উত্তেজনা, তৃণমূলের অফিসে বিজেপির পতাকা!
01:07
Video thumbnail
Sayantika Banerjee | 'আমাকে ভোট না দিলে ঝগড়া করব', নির্বাচনী দলীয় সভায় তোপ সায়ন্তিকার
06:41
Video thumbnail
ISL | ISL ফাইনালে মুখোমুখি মোহনবাগান-মুম্বই সিটি এফসি
00:57
Video thumbnail
Sandeshkhali | 'মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়', ভিডিয়োয় দাবি বিজেপি মণ্ডল সভাপতির
08:57
Video thumbnail
Top News | সন্দেশখালির আন্দোলন তৈরি করা? ভিডিয়োয় দাবি বিজেপি মণ্ডল সভাপতির
42:55
Video thumbnail
Top News | সুজাতার প্রচার 'হাতিয়ার' লক্ষ্মীর ভান্ডার থেকে রবিবার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস
03:15
Video thumbnail
Raj Bhavan | রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগে নয়া পদক্ষেপ, রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ চাইল বিশেষ দল
02:11
Video thumbnail
Sayantika Banerjee | ভোট না দিলে ঝগড়া করব, কাদের এমন হুঁশিয়ারি সায়ন্তিকার!
06:41
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | উত্তরবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ,গরম থেকে রেহাই পেতে ভরসা মাটির কলসি
02:15
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালি কাণ্ড নিয়ে ভাইরাল ভিডিয়ো, উঠে এল বিরোধী দলনেতার নাম!
08:57