Homeজেলার খবরRampurhat Violence: বগটুই অগ্নিকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

Rampurhat Violence: বগটুই অগ্নিকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

Follow Us :

রামপুরহাট: বগটুই অগ্নিকাণ্ড এবং বড়শালের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বগটুই কাণ্ডের চার্জশিটে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ১৮ জনের এবং ভাদু শেখ খুনের চার্জশিটে ৪ জনের নাম রয়েছে।

আজ, সোমবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে চার্জশিট জমা দেন তদন্তকারী আধিকারিকেরা। বগটুই কাণ্ডে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে দু’জন নাবালকের জামিন মঞ্জুর করেছিল সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ড। আজ সিবিআই বগটুইয়ের দুটি ঘটনায় মোট ২২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও বাকিদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি।

২১ মার্চ সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও দু’জনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।

আরও পড়ুন: Gopalkrishna Gandhi: রাষ্ট্রপতি পদে এবার গোপালকৃষ্ণেরও না, বিরোধী প্রার্থী হিসেবে যশবন্ত সিংকে নিয়ে জল্পনা

RELATED ARTICLES

Most Popular