skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরMamata Banerjee: জেলা সফরের দ্বিতীয় দিনে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী...

Mamata Banerjee: জেলা সফরের দ্বিতীয় দিনে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও রয়েছে তাঁর বেশকিছু কর্মসূচি। এদিন পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নিমতৌড়িতে দুপুর ২টোয় রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। সেখানে একাধিক প্রকল্পের উদ্ধোধন করার কথা রয়েছে তাঁর। তারপর যোগ দেবেন জেলা পরিষদের অনুষ্ঠানে। দিঘার সৈকত সুন্দরী প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তমলুক মেডিক্যাল কলেজের উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী। ১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুর শিল্পতালুকের ভিতরে অবস্থিত স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের ৭ হাজার কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিন তিনেকের জেলা সফর পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মেদিনীপুর পৌঁছে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কনফারেন্স হলে একটি বৈঠক করেন মমতা। এরপর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের নাম ঘোষণাও করেন তিনি।

আরও পড়ুন: Mamata Banerjee: উত্তম বারিককে পূর্ব মেদিনীপুরের সভাধিপতি করলেন মমতা

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দলীয় কোঅর্ডিনেটর, পিংলার বিধায়ক অজিত মাইতি সকালে জানিয়েছিলেন, ওই বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৬ জন প্রতিনিধিদের ডেকেছেন দলনেত্রী। এছাড়াও দুই মেদিনীপুরের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ৮ জন প্রতিনিধি গরহাজির ছিলেন। নবনির্বাচিত সভাধিপতি উত্তম বারিক জানান, ওই ৮ জন অসুস্থ থাকায় আসতে পারেননি।

RELATED ARTICLES

Most Popular