Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMamata Banerjee: উত্তম বারিককে পূর্ব মেদিনীপুরের সভাধিপতি করলেন মমতা

Mamata Banerjee: উত্তম বারিককে পূর্ব মেদিনীপুরের সভাধিপতি করলেন মমতা

Follow Us :

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা বিদ্যাসাগর শিল্পতালুকের ভিতরে অবস্থিত একটি কনফারেন্স হলে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাধিপতি নির্বাচিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে যখন বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা ও হাওড়া শহর উত্তাল, তখন রেল শহর খড়্গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি ঠিক করার বিষয়ে বৈঠক করেন মমতা। 

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের দলীয় কোঅর্ডিনেটর, পিংলার বিধায়ক অজিত মাইতি সকালে জানিয়েছিলেন, ওই বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৫৬ জন প্রতিনিধিদের ডেকেছেন দলনেত্রী। এছাড়াও দুই মেদিনীপুরের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ৮ জন প্রতিনিধি গরহাজির ছিলেন। নবনির্বাচিত সভাধিপতি উত্তম বারিক জানান, ওই ৮ জন অসুস্থ থাকায় আসতে পারেননি।

আরও পড়ুন: BJP Nabanna: বিজেপির নবান্ন অভিযানে নাকাল সাধারণ মানুষ, বন্ধ কলকাতা-হাওড়ার একাধিক রাস্তা

সভাধিপতি ঠিক করার পর আশা ছিল সাংবাদিক সম্মেলন করতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষত এদিনের বিজেপির কলকাতা-হাওড়া জুড়ে উন্মত্ত তাণ্ডবের বিষয়ে কিছু বলতে পারেন। কিন্তু, এদিন সভাধিপতি নির্বাচনের পর কিছুই বললেন না মমতা। এরপর ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক সভা করতে তমলুকের নিমতৌড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর ফের খড়্গপুর শিল্পতালুকের ভিতরে অবস্থিত স্টেডিয়ামের সভা থেকে জঙ্গলমহলের ৭ হাজার কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন।

প্রসঙ্গত, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে জেলা প্রশাসনের। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে খড়্গপুর-মেদিনীপুরে এখন শেষ মুহূর্তের তৎপরতা পুলিশ, প্রশাসন ও শাসকদলের তরফে।

RELATED ARTICLES

Most Popular