সমাজকর্মী তামান্না হাশমি বিহারের মোজাফফরপুর এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন,শাহরুখ খান এবং অজয় দেবগনের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। ফের একবার তাদের বিরুদ্ধে গুটকা ও তামাক ব্যবহার প্রচারের অভিযোগ উঠলো। একটি বিশেষ ব্র্যান্ডের তামাকের অ্যাম্বাস্যাডার ছিলেন অজয় দেবগন। গতবছর তাতে যোগ দেন শাহরুখ খান। অন্য একটি ব্র্যান্ডের সঙ্গে জুড়েছিলেন অমিতাভ। যদিও পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে যান অভিনেতা। পরে রানবীর সিং ওই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছিলেন। সমাজকর্মী তামান্নার দাবি এই সমস্ত বলিউড অভিনেতারা সাধারণ মানুষকে গুটখা ও তামাক খাওয়ার ব্যাপারে বেশি করে উৎসাহ দিচ্ছেন বিজ্ঞাপনের মাধ্যমে। অভিনেতা রণবীর সিংয়ের নাম করে তামান্না দাবি করেছেন এই অভিনেতা নিজের তারকা তকমার ভুল ব্যবহার করছেন গুটকা এবং পান মশলার বিজ্ঞাপনে কাজ করে। ওই পিটিশনে এই সমস্ত তারকাদের নামে বিভিন্ন ধারায় এফআইআর করার আবেদনও জমা পড়েছে। প্রসঙ্গত গত মাসেই গুটখা বিতর্কে নাম জড়িয়েছিল অক্ষয় কুমারের। একটি বিশেষ ব্যান্ডের বিজ্ঞাপনে শাহরুখ এবং অজয়ের সঙ্গে দেখা মেলে অক্ষয়ের। গত বছর অক্টোবর মাসে একটি বিশেষ গুটকা কোম্পানির বিজ্ঞাপনে কাজ করার জন্য সমালোচনার মুখে পড়েন অমিতাভ বচ্চন। শেষ অব্দি তিনি পিছু হঠে আসেন। বিজ্ঞপ্তি জারি করে নিজের টার্মিনেশন লেটার পাঠানোর কথা। এমনকি কন্ট্রাক্টের টাকাও ফেরত দিয়েছেন বলে জানিয়ে দেন। এরপরেও সেই বিজ্ঞাপন চলার পর নভেম্বর মাসে অমিতাভ আইনি নোটিশ পাঠায় কোম্পানিকে। নোটিসে লেখা হয় কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেও ওই বিশেষ সংস্থা তার বিজ্ঞাপন প্রচার করছে কেন!
Html code here! Replace this with any non empty text and that's it.