Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদন'যা ছিল আমার সবই তোর হাতে', রাজের প্রতি শুভশ্রীর খোলামেলা প্রেম

‘যা ছিল আমার সবই তোর হাতে’, রাজের প্রতি শুভশ্রীর খোলামেলা প্রেম

জীবনের যেকোনও মুহূর্তে শুভশ্রীর পাশে সবসময় থাকেন রাজ

Follow Us :

কলকাতা: টলিউডের (Tollywood) চর্চিত জুটি পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। চলতি বছরেই তাঁদের সংসারে আসছে দ্বিতীয় সন্তান। যা নিয়ে রীতিমতো উত্তেজিত সকলে। এমনকী ছেলে হবে না মেয়ে সে বিষয়েও নানা চর্চা রয়েছে ভক্তদের মধ্যে। দিনদুয়েক আগেই ঘটা করে ৯ মাসের সাধের অনুষ্ঠান হয়েছে শুভশ্রীর। পরিবারের কাছের মানুষদের আশীর্বাদ নিয়ে তিনি সুন্দর অনুষ্ঠান পালন করেছেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি বিদেশ ভ্রমণের একটি ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রাজের প্রতি ভালবাসা উজার করে দিলেন শুভশ্রী।

ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, উড়ে মন, পুড়েছে মন। যা ছিল আমার সবই তোর হাতে। অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানটিতে দু’জনের রোম্যান্টিক মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন। নীল আকাশ, সবুজে ঘেরা চারপাশ, রোদ ঝলমলে মুহূর্ত, সবকিছুর মাঝে একে অন্যের সঙ্গে ভালোবাসার বাঁধনে বেঁধে রয়েছেন তারা। জীবনের যেকোনও মুহূর্তে শুভশ্রীর পাশে সবসময় থাকেন রাজ। ছবিতে সেই দৃশ্য যেমন সবসময় দেখা গিয়েছে। তেমনই অভিনেত্রী নিজেও সবসময় সেকথা শিকার করেছেন। শুধু তাই নয়, এবারেও তেমনটাই আগলে রাখতে দেখা গিয়েছে তাঁকে। পুজোমণ্ডপ হোক বা যেকোনও জায়গা, সব জায়গায় শুভশ্রীর পাশে উপস্থিত রাজ।

আরও পড়ুন: কলকাতায় এসে বাংলা বলতে হিমশিম খেলেন ভিকি!

উল্লেখ্য, সাত মাসের সাধে শাড়ি নয় ফ্লোরাল প্রিন্টের সরু স্ট্রিপের কুর্তা আর শাঁখা-পলায় সেজেছিলেন তিনি। কিছুদিন আগেই শুভশ্রীকে ৯ মাসের সাধ খাইয়েছেন রাজ চক্রবর্তীর দিদি ও ভাগ্নি। অভিনেত্রীকে দেখা গিয়েছিল একেবারে সাবেকি সাজে। সাদা ঢাকাই জামদানি পরে তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্যরূপে। হালকা মেকআপ, কম গয়না সবমিলিয়ে শুভশ্রীর রূপ সত্যিই নজরকাড়া। মাতৃত্বের গ্লো থেকে শুরু করে বেবিবাম্প- সবটাই স্পষ্ট।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular