Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকSri Lanka: বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের আলোচনায় বসার ডাক রাজাপক্ষের

Sri Lanka: বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের আলোচনায় বসার ডাক রাজাপক্ষের

Follow Us :

কলম্বো: শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই এগিয়ে চলেছে৷ অবস্থা এতটাই শোচনীয়, শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করেছে সরকার৷ এ দিকে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে৷ জোগান তলানিতে৷ জ্বালানি নেই৷ খাবার, ওষুধ অপ্রতুল৷ নাগরিকদের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়েছে রাজাপক্ষে সরকারের উপর৷ রাজাপক্ষে ভাইদের ইস্তফার দাবি জানিয়েছেন তাঁরা৷ অন্যদিকে বিরোধীরাও সংসদে অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারি দিয়েছে৷ বিপদ বুঝে বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিল শ্রীলঙ্কা সরকার৷

এ দিন প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, মাহিন্দ্রা রাজাপক্ষে বিক্ষোভকারীদের সঙ্গে গালে ফেস গ্রিনে কথা বলতে চান৷ গত কয়েক সপ্তাহ ধরে গালে ফেস গ্রিন এলাকাটি সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে৷ সেখানে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন বিক্ষোভকারীরা৷ প্রত্যেকদিন বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা৷ সাধারণ মানুষের ক্ষোভ সামাল দিতে বিক্ষোভকারীদের আলোচনায় প্রস্তাব দিলেন মাহিন্দ্রা রাজাপক্ষে৷ দেশ যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কী তা নিয়ে আলোচনা চান প্রধানমন্ত্রী৷ বিক্ষোভকারীরা যদি কোনও প্রস্তাব দেন তা নিয়েও চিন্তাভাবনা করার আশ্বাস দিয়েছে সরকার৷ বিক্ষোভকারীরা আলোচনায় রাজি হলে তাহলে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷

স্বাধীনতার পর এই প্রথম এত খারাপ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ২২ মিলিয়ন মানুষের দ্বীপরাষ্ট্রটি৷ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের থেকে ঋণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার৷ কিন্তু অর্থ ভাণ্ডার থেকে ঋণ পেতে গেলেও সংশ্লিষ্ট দেশটির রাজনৈতিক স্থিতাবস্থা থাকা দরকার৷ ঋণের জন্য আলোচনা শুরুর প্রথম শর্ত এটাই৷ কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজিবি জানিয়েছে, সরকারের উপর দেশের মানুষদেরই আস্থা নেই৷ অর্থ ভাণ্ডার কীসের ভিত্তিতে ঋণ দেবে? বিরোধী নেতা ইরান রিকরামারান্তে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হবে৷ তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হল৷ নইলে এক সপ্তাহ পর সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে৷’ আগামী সপ্তাহে সংসদ বসবে৷ সরকার জানিয়েছে, তাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা আছে৷ যদিও গত সপ্তাহে সরকারের শরিক দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন এক ডজন সাংসদ৷ তাঁরা নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছেন৷

আরও পড়ুন: Brooklyn Subway Shooting: ব্রুকলিনে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে শনাক্ত করল নিউইয়র্ক পুলিস

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | পিএম কেয়ারের টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন মমতা
05:14
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সন্দেশখালি নিয়ে দিল্লিতে তোপ সাগরিকার
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | তৃণমূলের আমলে একাধিক দুর্নীতি: ভাস্কর সরকার
06:55
Video thumbnail
Jelar Saradin | দেখে নিন জেলার সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি...
12:41
Video thumbnail
৪ টেয় চারদিক | রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের
34:56
Video thumbnail
Sandeshkhali | অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
04:52
Video thumbnail
Sandeshkhali Viral Video | গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি কর্মীদের
10:28
Video thumbnail
Mitali Bagh | আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়িতে ভাঙচুর, অভিযুক্ত বিজেপি বলছে, জনরোষ!
08:16
Video thumbnail
Abhishek Banerjee | মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের কালীগঞ্জে অভিষেকের প্রচার
21:17
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | গরমে হিট শশা মাখা! ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ
02:15