Placeholder canvas

Placeholder canvas
Homeপ্রযুক্তিWhatsApp “Message Yourself”: হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ‘মেসেজ...

WhatsApp “Message Yourself”: হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ‘মেসেজ ইওরসেলফ’

Follow Us :

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) বড় পরিবর্তন। এতদিন অপেক্ষা ছিল, এবার পূরণ হল। নিজেকে নিজেই মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজার (WhatsApp User)। দরকার লাগবে না নিজের দ্বিতীয় কোনও নাম্বারে মেসেজ ফরওয়ার্ড (Forward Message) করার, কিংবা করতে লাগবে না অন্য কারও নাম্বারে অযথা মেসেজে করে রাখার। এতদিন এই ফিচার শুধুমাত্র বিটা ইউজারদের (Beta Users) উপলব্ধ ছিল, এবার সর্বসাধারণের জন্য এই ফিচার আপডেট পাঠিয়েছে মেটা পরিচালিত হোয়াটসঅ্যাপ। এই ফিচার এতদিন হোয়াটসঅ্যাপে না পাওয়া গেলেও, টেলিগ্রামে (telegram) উপলব্ধ ছিল। তবে, জনপ্রিয়তার নিরিখে অবশ্য হোয়াটসঅ্যাপের পরে থাকবে টেলিগ্রাম। টেলিগ্রামে এই ফিচারের নাম “সেভড মেসেজেস (Saved Messages)”। হোয়াটসঅ্যাপ এই ফিচারের নাম রেখেছে “মেসেজ ইওরসেলফ (Message Yourself)”। 

মেসেজ ইওরসেলফ (Message Yourself) ফিচার আসার ফলে ইউজার নিজেকে নিজেই যেমন মেসেজ করতে পারবেন, তেমন নানারকম দরকারি নোটস, রিমাইন্ডার, শপিং লিস্ট কিংবা মনে রাখার জন্য অন্যান্য দরকারি মেসেজ পাঠাতে সুবিধা হবে। আমাদের ফোনে তো নোটবুক (Notebook) কিংবা টু-ডু লিস্ট (To-Do List) নামে ইনবিল্ট অথবা থার্ডপার্টি অ্যাপ (In-built or Third-Party App) থাকে, হোয়াটসঅ্যাপে এই ফিচার আসায় দরকার লাগবে না অতিরিক্ত কোনও অ্যাপের। হোয়াটসঅ্যাপেই আপনি এই কাজ সেরে ফেলতে পারবেন। কেন না সারাদিন আমরা কমবেশি সময় হোয়াটসঅ্যাপেই কাটাই।            

আরও পড়ুন: Benefits of raisin water: এই শীতে হজমশক্তি বাড়িয়ে তুলতে কিশমিশ ভেজানো জল খান খালি পেটে     

মেসেজ ইওরসেলফ ফিচার কীভাবে ব্যবহার করবেন?

এই ফিচার ব্যবহার করার জন্য আপনাকে লেটেস্ট আপডেট ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS), উভয় প্ল্যাটফর্মের ইউজারদের জন্যই ফিচার পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ। স্টেবল ভার্সনের (Stable Version) এই ফিচার আপডেট (Feature Update) আগামী এক সপ্তাহের মধ্যেই সকলের জন্য চলে আসবে। তবে ডেস্কটপ ভার্সনে এই ফিচার বহুদিন আগেই চলে এসেছে। মেসেজ ইওরসেলফ ফিচার ব্যবহার করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন – 

১. অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
২. নিউ চ্যাট অপশনে ট্যাপ/ক্লিক করুন।
৩. এবার কন্ট্যাক্ট লিস্ট (Contact List)-এ  নিজের নামের ট্যাপ/ক্লিক করুন।
৪. এবার নিজেকে মেসেজ করুন, যেমন অন্যদের করেন। 

RELATED ARTICLES

Most Popular