Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKMC Election 2021: পুরভোটে হিংসা নয়, দলের প্রার্থীদের কড়া বার্তা অভিষেকের

KMC Election 2021: পুরভোটে হিংসা নয়, দলের প্রার্থীদের কড়া বার্তা অভিষেকের

Follow Us :

কলকাতা: অবাধ এবং শান্তিপূর্ণ ভোট (KMC Election 2021) করতে হবে৷ নির্বাচনে কোনও রকম অশান্তি করা যাবে না৷ কেউ হিংসা ছড়ালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল৷ আসন্ন কলকাতা পুরভোট হোক উৎসবের মেজাজে৷ সেখানে কোনও রকম বিশৃঙ্খলা এবং অশান্তি যে দল চায় না সেটা প্রার্থীদের ভালোভাবে বুঝিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)৷ তাঁর কড়া বার্তা, মারপিট করলে কঠোর ব্যবস্থা নেবে দল৷ 

আজ শনিবার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে দলের সব পুর প্রার্থীদেরই ডাকা হয়েছিল৷ দুপুর ১টা নাগাদ শুরু হয় বৈঠক৷ আড়াইটের পর মহারাষ্ট্র নিবাস হল থেকে বেরিয়ে যান অভিষেক৷ পরে ফিরহাদ হাকিম জানান, বৈঠকে অভিষেক বলেছেন, ভোট যেন শান্তিপূর্ণ হয়৷ জোর করে ভোট করানো যাবে না৷ মানুষকে ভোট দিতে হবে৷ কেউ যেন ঔদ্ধত্য না দেখায়৷ পাশাপাশি আগামী কয়েকদিন প্রার্থীদের নিজের নিজের এলাকায় জোরদার প্রচার করার নির্দেশ দিয়েছেন৷ জানিয়েছেন, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ বাড়াতে হবে৷ সেই সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রচার করতে হবে৷ তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে কেউ যেন নিজেকে দলের উর্ধ্বে না মনে করেন৷ বিরোধীদের প্ররোচনায় পা দিয়ে সংযম হারালে চলবে না৷

আরও পড়ুন: KMC Election 2021: পুরভোটে এক দিনে তিনটির বেশি সভা করা যাবে না, কড়া নির্দেশ কমিশনের

তৃণমূল নেতাদের একাংশ জানিয়েছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ঠিক রাখতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন কলকাতা পুরভোটে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক৷ কেননা ২০১৮ সালের পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের বিস্তর অভিযোগ তুলেছিলেন বিরোধীরা৷ বহু জায়গায় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে৷ ঠিক পরের বছর লোকসভা নির্বাচনে যার ফায়দা নেয় বিজেপি৷ কিছুদিন আগে সৌগত রায়কেও বলতে হয়েছে, পঞ্চায়েতে জবরদখলের মূল্য দিতে হয়েছে ২০১৯-এর লোকসভা ভোটে৷ তাই পুরভোটে কোনও জবরদস্তি করা যাবে না৷

RELATED ARTICLES

Most Popular