Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাManish Kothari | গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক, জেরায় জবাব এড়ানোর অভিযোগ ইডি’র

Manish Kothari | গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক, জেরায় জবাব এড়ানোর অভিযোগ ইডি’র

Follow Us :

নয়াদিল্লি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট – ইডি (Enforcement Directorate – ED) গ্রেপ্তার করেছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারিকে (Accountant Manish Kothari)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার (Arrest) করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। জানতে চাওয়া হয়, অনুব্রত এবং তাঁর স্ত্রী ও কন্যা সহ তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি এলো কোথা থেকে? একাধিক রাইল মিল (Rice Mill) ও কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছে, সে সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় মণীশকে। তারপরই তাঁকে গ্রেফতার করে ইডি। এর আগে গত নভেম্বরেও মণীশকে জিজ্ঞাসাবাদ (Interrogate) করেছিল ইডি। 

গরুপাচার মামলায় বর্তমানে জেলবন্দি অনুব্রত। তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। তদন্তে জানা গিয়েছে, ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। এত টাকার উৎস কী? ইডি সেই প্রশ্নের উত্তর খুঁজছে। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে অনুব্রতকে সম্প্রতি দিল্লি (Delhi) তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে তাঁর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানার চেষ্টা করছে, ব্যাঙ্কে গচ্ছিত টাকা কি গরুপাচারের? এদিন সেই কারণেই মণীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। কিন্তু তাঁর উত্তরে সন্তুষ্ট হননি ইডি অফিসাররা। মণীশের বিরুদ্ধে জবাব এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল অর্থাৎ বুধবার (১৫ মার্চ) অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) তলব করেছে ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। 

আরও পড়ুন: 7th Pay Commission | কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা দেবে না সরকার 

এদিন সকাল, সাড়ে দশটা নাগাদ সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে ইডি’র হেড কোয়ার্টারে (Head Quarter) হাজিরা দিতে যান পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি। খবরে প্রকাশ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ম্যারাথান জিজ্ঞাসাবাদ চলাকালীন অসহযোগিতা করেছেন অনুব্রতর হিসাবরক্ষক। কোনও প্রশ্নের ঠিক মতো জবাব না দিয়ে এড়িয়ে যাচ্ছিলেন তিনি। আগামিকাল তাঁর ডাক্তারি পরীক্ষা হবে এবং তাঁকে আদালতে তোলা হতে পারে। গরুপাচারকাণ্ডে মোট ১১ জনকে জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি করেছে ইডি। মণীশ কোঠারিকে দিয়ে সেই জিজ্ঞাসাবাদের সূচনা হলো। পাঁচঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর, তাঁকে গ্রেফতার করেছে ইডি। আগামিকাল অনুব্রতর মেয়ে সুকন্যাকে জেরা করা হবে। তাঁকেও কি গ্রেফতার করতে চলেছে ইডি? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এদিকে, ইডি সূত্রে খবর, প্রয়োজন পড়লে অনুব্রত, মণীশ এবং সুকন্যা, তিনজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে।

এদিন অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রামমোহন লোহিয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up) করানোর পর তাঁকে ইডির দফতরে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে প্রথম একঘণ্টা একা জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর মণীশের মুখোমুখি বসানো হয়েছিল। ইডি জানতে চায়, অনুব্রতর এত টাকার সম্পত্তি কোথা থেকে এলো? সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিটের (FD) উৎস কী? রাইস মিলের সম্পত্তিই বা এলো কোথা থেকে? অনুব্রত মণ্ডলের স্ত্রী ছায়া মণ্ডলের নামে যে সম্পত্তি রয়েছে, সেই টাকা কোথা থেকে এসেছিল? নামে-বেনামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Back Accounts) মাধ্যমে কি কালো টাকা সাদা করা হতো? সেই বুদ্ধিই বা কে দিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায় ইডি।  

ইডির দাবি, জেরার মুখে অনুব্রত বারবার বলে এসেছেন, টাকা, সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তিনি কিছুই জানেন না। হিসাব সংক্রান্ত বিষয়ে যা জানার, তা তাঁর অ্যাকাউন্ট্যান্ট বলতে পারবেন। সুকন্যা মণ্ডলও একই কথা বলেছেন। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56
Video thumbnail
Stadium Bulletin | আবারও কি ওয়াংখেড়েতে ফিরছেন শাহরুখ?
17:12
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | তৃণমূলে 'তারকা' নন কুণাল
14:21
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি! গুলিতে আহত পঞ্চায়েত প্রধানের বাবা-সহ ২
08:23
Video thumbnail
Sandeshkhali | বেনামে জমি দখল করে বিক্রির অভিযোগ TMC নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে
02:47
Video thumbnail
West Bengal Weather | বাংলায় তাপপ্রবাহের দাপট, গরম মোকাবিলায় জারি সতর্কবার্তা
01:09
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ৪) | Abhishek Banerjee | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
01:01:17