Placeholder canvas

Placeholder canvas
Homeলিডসলমন খানকে হুমকি দিলেন কেআরকে

সলমন খানকে হুমকি দিলেন কেআরকে

Follow Us :

সলমন খানকে হুমকি দিলেন কেআরকে (KRK)। ভারত বিশ্বকাপ ফাইনাল হারার পর সেই হারকে সলমন খানের (Salman Khan) টাইগার ৩-র (Tiger 3) সঙ্গে তুলনা করে বলেন,’ ভারত ১০টা ম্যাচ জেতার পরেও ফাইনাল জিততে পারেনি। তারপরেও যিনি বলতে পারেন এটা ঠিক আছে! তিনি আর কেউ নন একজন লুজার। মনে হচ্ছে আমি একটা বোকার সঙ্গে যুদ্ধ করছি।’ এরপর সলমন খানের সিনেমার নাম নিয়ে তিনি বলেন, Tiger Buddha Hai আমি হিট হতে দেব না। আমি লড়ব। ওনার সিনেমা এবং ক্যারিয়ার নষ্ট করে দেব।’ যদিও কেআরকের এমন বক্তব্যের পর সলমনের কাছ থেকে পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: অ্যানিমাল’ ছবির ট্রেলার মুক্তি কবে?

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular