Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরHowrah Incident: হাওড়ায় ফের ডাকাতি, ১০ থেকে ১২ লক্ষ টাকা দিয়ে চম্পট...

Howrah Incident: হাওড়ায় ফের ডাকাতি, ১০ থেকে ১২ লক্ষ টাকা দিয়ে চম্পট দুষ্কৃতীরা

Follow Us :

হাওড়া: ফের ভয়ঙ্কর ডাকাতির ঘটনা হাওড়ায। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের এক শাড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। বাড়ির ১২ বছরের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বারবার পুলিশে ফোন করলেও সাহায্য না মেলার অভিযোগ ওই শাড়ি ব্যবসায়ী পরিবারের। পরে লালবাজারে ফোন করে সাহায্যের আবেদন ব্যবসায়ীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চারজনের একটি দুষ্কৃতীর দল হানা দেয় শাড়ি ব্যবসায়ী সুজিত কাড়ার বাড়িতে। তাদের কাছে দুটি বন্দুক ছিল বলে জানা গিয়েছে। বাড়ির ১২ বছরের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট। সুজিত বাধা দিতে গেল তাঁকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় দুস্কৃতীরা। পরিবার দাবি, বাড়িতে লুটপাট চালিয়ে সোনার গয়না সহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার সোনা সহ মূল্যবান সামগ্রী ও নগদ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ: এতটুকু বাসা নিয়ে কী ঠাট্টা, কী তামাশা

অভিযোগ, সাহায্যের জন্য পুলিশকে ফোন কার হলেও কোনও সুরাহা হয়নি। শেষে লালবাজারে ফোন করে সাহায্যের আবেদন জানায় ব্যবসায়ীর পরিবার। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular