HomeCurrent Newsকৃষকদের ‘রেল রোকো’তে ১৩০ জায়গায় ৫০ ট্রেন অবরুদ্ধ, বাতিল একাধিক

কৃষকদের ‘রেল রোকো’তে ১৩০ জায়গায় ৫০ ট্রেন অবরুদ্ধ, বাতিল একাধিক

নয়াদিল্লি: লখিমপুর খেরি হিংসার প্রতিবাদে সোমবার দেশজুড়ে সংযুক্ত কিষাণ মোর্চার ‘রেল রোকো’ কর্মসূচি ছিল৷ তাতে রেলের উত্তর শাখায় কমপক্ষে ১৩০ এলাকায় কর্মসূচি সফল হয়েছে৷ ৫০ বেশি ট্রেন অবরোধ করতে পেরেছেন কৃষকরা৷

নিউদিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেস শম্ভু স্টেশনে প্রায় ৬ ঘণ্টা দাঁড়িয়ে পড়ে৷ ভাতিন্ডা-রেওয়াড়ি,সিরসা-লুধিয়ানা স্পেশাল ট্রেনও সোমবারের জন্য ক্যান্সেল করতে বাধ্য হয় গেল কর্তৃপক্ষ৷ উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, ‘রেল রোকো’ কর্মসূচির কারণে উত্তর রেলের প্রায় ১৩০টি স্টেশনে ট্রেন বাধা প্রাপ্ত হয়৷ আর ৫০টির মতো ট্রেন চলমান ট্রেন অবরুদ্ধ হয়ে পড়ে৷ রাজস্থান-হরিয়ানায় উত্তর-পশ্চিম রেলওয়ের বিভিন্ন শাখায়ও ট্রেন বাধা পায়৷ দুটি ট্রেন বাতিল করা হয়৷ ১৩টি ট্রেন আংশিক বাতিল করা হয় এবং একটি ট্রেন অন্য রুটে ঘোরানো হয়৷

আওর পড়ুন-খেরি কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারের দাবিতে দেশজুড়ে ‘রেল রোকো’ কৃষকদের

রেলের উত্তর শাখায় চণ্ডীগঢ়-ফিরোজপুর এক্সপ্রেসেও ‘রেল রোকো’র প্রভাব পড়ে৷ এই ট্রেনটি লুধিয়ানা স্টেশন থেকে সকাল ৭টা নাগাদ ছাড়ার কথা ছিল৷ কিন্তু, ফিরোজপুর-লুধিয়ানায় অবরোধ চলায় ট্রেন চালোনো হয়নি৷ নিউদিল্লি-অমৃতসর শতাব্দী এক্সপ্রেস শম্ভু হল্ট স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে৷ কারণ, বিক্ষোভকারীরা সেনওয়াল ও রাজপুরার কাছে ট্রেন রুখে দেয়৷

উত্তর-পশ্চিম রেলওয়ের বিভিন্ন শাখায় ভিওয়ানি-রেওয়াড়ি-সিরসা-রেওয়াড়ি, লোহারু-হিসার,সুরাটগড়-ভাতিন্ডা, সিরসা-ভাতিন্ডা, হনুমানগড়-ভাতিন্ডা, রোহতক-ভিওয়ানি, রেওয়াড়ি-সাদুলপুর,হিসার-ভাতিন্ডা,হনুমানগড়-সাদুলপুর এবং শ্রী গঙ্গানগর-রেওয়াড়ি শাখায়ও বহু ট্রেন ‘রেল রোকো’-তে বাধা প্রাপ্ত হয়৷

আওর পড়ুন-লখিমপুর কাণ্ডের দু’সপ্তাহ পর নিহত বিজেপি কর্মীর বাড়িতে অজয় মিশ্র

ভাতিন্ডা-রেওয়াড়ি স্পেশাল ট্রেন এবং সিরসা-লুধিয়ানা স্পেশাল ট্রেন দুটি সোমবারের জন্য বাতিল করা হয়৷ তবে, আহমেদাবাদ-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা স্পেশাল ট্রেনে রুট পরিবর্তন করা হয়৷ এই ট্রেনটি শনিবার আহমেদাবাদ চলতে শুরু করে৷ সেটিকে রেওয়াড়ি-দিল্লি-পাঠানকোট থেকেশ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা রুটে পরিবর্তন করা হয়৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments